৯ মাসেই মোহভঙ্গ! মহাকাশে বিয়ের পরিকল্পনা হাওয়ায় ভাসল, টম ক্রুজের প্রেমের বিচ্ছেদ!

0




প্রেমের সময় কতই না গুঞ্জন! মহাকাশেই নাকি তাঁর থেকে ২৬ বছরের ছোট প্রেমিকা আনাকে বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন ৬৩ বছরের টম ক্রুজ। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। সবই যে হাওয়ায় ভাসা খবর। বাস্তব বলল, অন্য কথা। কারণ, সম্পর্কের ৯ মাসের মধ্যেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। এক ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানিয়েছে, ‘টম ক্রুজ ও আনা ডি আরমাস একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের সম্পর্ক এখন শেষ হয়েছে। তাঁরা আর প্রেমের সম্পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো।’ দ্য সান জানিয়েছে, টম (৬১) এবং আনা (৩৬) দুজনেই বুঝতে পেরেছিলেন তাঁদের সম্পর্কের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘টম ক্রুজ আর আনা ডের মধ্যে আগের মতো উন্মাদনা আর নেই, কিন্তু পরস্পরের সঙ্গ এখনো তাঁরা উপভোগ করছেন’। এই বিচ্ছেদ সত্ত্বেও, টম ক্রুজ এবং আনার পেশাগত সহযোগিতা বজায় থাকবে বলে জানা গেছে। তাঁরা দুজনেই থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’ নিয়ে কাজ করবেন।
ভারমন্টে হাত ধরাধরি করে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর টম ক্রুজ এবং আনা ডি আরমাসের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ এবং লন্ডনে রোমান্টিক ভ্রমণেও তাঁদের দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম ক্রুজ আর সহযাত্রী আনা ডি আরমাস—এই রোমাঞ্চকর ভ্রমণ নজর কেড়েছিল সবার। সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যায়।
টম ক্রুজের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
এছাড়াও অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল পেনেলোপে ক্রুজ, শাকিরার মতো তারকাদের নামও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *