ফের উড়ান দুর্ঘটনা! কেদারনাথে ভেঙে পড়ল কপ্টার, শিশু-সহ মৃত উপস্থিত সকলেই

0

ট্রেন্ডিং: অহমেদাবাদ দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। এর মধ্যেই আরও এক উড়ান দুর্ঘটনা! উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে যাত্রী-সহ ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সকলেরই। কপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। আরোহীদের মধ্যে ছিল এক শিশুও। প্রাণ হারিয়েছেন শিশু-সহ ৬ জনই। তবে কিছু কিছু প্রতিবেদনে সংখ্যাটা ৭ও দাবি করা হচ্ছে।

কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল কপ্টারটি। রবিবার ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার একাধিক ছবি। দুমড়ে-মুচড়ে গিয়েছে কপ্টারটি। এর পিছন দিকের লেজের অংশও ভগ্নপ্রায়।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রুটে সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। ঘন কুয়াশাও ছিল সকালে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষের (ইউসিএডিএ) তরফে কপ্টার দুর্ঘটনা নিয়ে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, “রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। কপ্টারে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন প্রাপ্তবয়স্ক এবং এক জন শিশু।’ হেলিকপ্টারের যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের বাসিন্দা ছিলেন। বলে জানা গিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *