হঠাৎ ‘উবে’ গিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে, জন্মদিনে রণবীর ফিরলেন রক্তাক্ত মুখ নিয়ে!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকাদের জীবন বরাবরই রহস্যে মোড়া। যেমন আসা যাক রণবীর সিংয়ের কথায়। ৬ জুলাই, রবিবার অভিনেতার জন্মদিন। ঠিক তার একদিন আগেই ইনস্টাগ্রাম থেকে হঠাৎই উধাও হয়ে গিয়েছিলেন তিনি। নিজের সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেই দেখেই অনুরাগীদের প্রশ্ন, হঠাৎ কী হল অভিনেতার? কন্যা দুয়াকে নিয়ে প্রথম জন্মদিন। তার আগে হঠাৎ কেন এমন পোস্ট মুছে দিলেন তারকা? তিনি ঠিক আছেন তো? দীপিকা পাড়ুকোনের সঙ্গে দাম্পত্যে কোনও সমস্যা হয়নি তো?
দিন ঘুরতেই প্রকাশ্যে এল আসল তথ্য। শনিবার ছবিগুলি সরিয়ে দিয়ে রণবীর সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘১২:১২’। এই সংখ্যা তাৎপর্যপূর্ণ। ঠিক সেইমতোই রবিবার অর্থাৎ জন্মদিনের দুপুরে ঠিক বারোটা বারোয় নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন রণবীর।
লম্বা চুল, একমুখ দাড়ি। রক্তাক্ত মুখ, দু’চোখে তীক্ষ্ণ দৃষ্টি। প্রথম ঝলকে অভিনেতাকে ‘পদ্মাবৎ’-এর আলাউদ্দিন খিলজী ভেবে নিলে ভুল করা হবে বইকি! চেহারায় মিল হলেও চরিত্রটা সম্পূর্ণ আলাদা।
ভিডিয়োর শুরুতেই রণবীরের বার্তা “ধ্বংস করার সময় হয়ে এসেছে।” আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে যেন সমাজমাধ্যমে। কাস্টিংয়েও রয়েছে একেরপর এক চমক। সঞ্জয় দত্ত থেকে শুরু করে অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল–সকলেই যেন নিজেদের চরিত্রে অনবদ্য। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।