থালা ইজ ব্যাক, চেন্নাইয়ের ক্যাপ্টেন এখন ধোনি, সৌরভ যা বললেন প্রাক্তন সতীর্থকে নিয়ে
স্পোর্টস ডেস্ক: থালা ইজ ব্যাক। মহেন্দ্র সিং ধোনি পেলেন আর্মব্যান্ড। চিরপরিচিত ক্যাপ্টেন কুল’কে দেখা যাবে কেকেআরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিতে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়ায়, দলের হাল ধরতে ফিরে এলেন ক্যাপ্টেন ধোনি। এই পরিস্থিতিতে বাকি মরসুমে সব ম্যাচের জন্য চেন্নাই দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে চিপকে নামবে চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। ধোনি ক্যাপ্টেন হিসাবে ফেরায় চেন্নাই ভক্তরা খুশি হলেও, দলের এমন পরিস্থিতিতে রুতুরাজের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিটকে যাওয়ায় চাপ বাড়ল কয়েকগুণ তা নিশ্চিত। কারণ, পরপর চার ম্যাচ হেরে এমনিতেই কোনঠাসা চেন্নাই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তুষার দেশপাণ্ডের বল আছড়ে পড়েছিল রুতুরাজের কনুইয়ে। তার পরেও দুটো ম্যাচ খেলেছেন তিনি। এরপর ব্যথা না কমায় স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে রুতুরাজ গায়কোয়ারের কনুইয়ে চিড় ধরেছে। ফ্লেমিং বলেন, ‘ও খেলতে চেয়েছিল, কিন্তু চোটটা এবার খেলতে দিচ্ছে না। আমরা ওর চেষ্টাকে সম্মান করি।’ এই পরিস্থিতিতে ধোনি আবার সামনে এলেন। যদিও তিনি আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তবে দলের প্রয়োজনে আবার রাজি হয়েছেন দায়িত্ব নিতে। ফ্লেমিং বললেন, ‘ধোনি এক মুহূর্তও চিন্তা করেনি।

জানে, এখন ওকে দলের দরকার।’ ধোনি এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ২৩৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। পাঁচবার ট্রফি জিতিয়েছেন দলকে, আরও অনেকবার নিয়ে গেছেন ফাইনালে। এবার দেখার তিনি অভিজ্ঞতা দিয়ে কতদূর নিয়ে যেতে পারেন দলকে। এদিন ধোনি সম্পর্কে কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ ‘মহেন্দ্র সিং ধোনি এখনও ছয় মারছে। ভুললে চলবে না ৪৩-এই এভাবে ছক্কা হাঁকাচ্ছে। শটে সেই জোরও রয়েছে। ও খেলবে কী খেলবে না সেটা ওই সিদ্ধান্ত নিক। ওর মনের মধ্যে কী চলছে জানি না। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হবে ও সেটাই সিদ্ধান্ত নিক। তবে আমি মনে করি ধোনি চেন্নাইতে যতদিন খেলছে নেতৃত্ব দিক। কারণ ওই দলের স্তম্ভ।’ ২০২৩ সালে আইপিএল ফাইনালে শেষবার চেন্নাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি।