সুপার কাপ জেতানো নায়ককেই বাদ দিয়ে দিল ইস্টবেঙ্গল, ক্লেটন-লাল হলুদ সম্পর্ক শেষ

সুপার কাপের আগে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল। বুধবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দু ’পক্ষ আলোচনা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের ঝামেলার জেরেই এই সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট।
চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কোচ অস্কার ব্রুজোকে মাঠের ভিতরেই অসম্মান করেন ক্লেটন। ক্লেটনকে সেই ম্যাচে অস্কার সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিলেন। এরপর পিছন থেকে তাঁকে খেলতে বলেন। ৩০-৪০ সেকেন্ড মাঠে ছিলেন অস্কার। কোচের কথা মানতে পারেননি। এরপরই ঝামেলায় জড়ান তিনি। পয়লা বৈশাখের সকালেও ক্লাবের মাঠে অস্কারের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। প্রথমে বেশ খোশমেজাজেই অনুশীলন করছিলেন ক্লেটন। তারপর আচমকাই অস্কারকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন লাল-হলুদের স্ট্রাইকার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এই পরিস্থিতিতে সৌভিক চক্রবর্তী একপ্রকার জোর করেই মাঠের বাইরে নিয়ে যান ক্লেটনকে। এই ঘটনার পরেই কারোওর নাম উল্লেখ না করে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, শৃঙ্খলার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এরপরই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গতবছর এই ক্লেটনের গোলেই সুপার কাপ এসেছিল লাল-হলুদ শিবিরে। আর চারদিন পরেই সুপার কাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে খেলতে নামবে ইস্টবেঙ্গল। একজন বিদেশিও কম পাবেন অস্কার ব্রুজো। ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলে যোগ দেন ২০২২ সালে। সেই বছর ২৮ আগস্ট ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে খেলতে নেমে তিনি লাল হলুদ জার্সিতে অভিষেক করেন। ক্লেটন তাঁর পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন। তাঁকে অধিনায়কও করা হয়। কিন্তু গত মরশুম থেকে তাঁর ফর্ম ক্রমাগত পড়তে থাকে। আগামী মরশুমে ক্লেটনকে যে রাখা হতো না তাও ছিল একপ্রকার নিশ্চিত। তবে তার আগেই সুপার কাপের দল থেকেই তাঁকে বাদ দেওয়া হল। বুধবার অনুশীলনে এলেও নামতে দেওয়া হয়নি ক্লেটনকে।তিনি ফিরে যান। এরপরই ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়।