সলমনের গাড়িতে বোমা! ফের প্রাণ সংশয়ে অভিনেতার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সলমন খানকে হত্যার ছক! এর আগে তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণ হয়েছিল। এ বার দুষ্কৃতীদের নজরে তাঁর গাড়িও। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে মুম্বই ছাড়ার পরের দিনই বিরাট খবর! অভিনেতার গাড়িতে নাকি বোমা রাখা আছে। এ দিন মুম্বইয়ের ওরলিতে পরিবহণ বিভাগের অফিসে এমনই একটি হুমকি হোয়াট্‌সঅ্যাপ বার্তা পাঠানো হয়।

এখানেই শেষ নয়, হুমকিবার্তায় আরও জানানো হয়েছে, একাধিক আততায়ী ভাইজানের বাড়িতে ঢুকে তাঁর বাড়ি এবং গাড়ি নাকি ধ্বংস করে দেবে। হুমকিবার্তা পাওয়ার পরেই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ওয়রলি থানায়।

এই হুমকি পাওয়ার পরেই কি শহর ছাড়লেন অভিনেতা? উত্তর অধরা হলেও এ দিন সলমনের চোখে-মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। কড়া নজরে রাখছিলেন সহকারী শেরাও। অভিনেতার প্রাণনাশের হুমকির খবর প্রকাশ্যে আসতেই শঙ্কিত বলিউড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *