গোবিন্দার কথা শুনেই হেঁটে বেরিয়ে যান সুনীতা! ক্ষোভ উগরে দিলেন ছবিশিকারিদের দিকে!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় ৩৭ বছরের দাম্পত্য জীবন, বলিউডের জনপ্রিয় জুটিদের তালিকায় আগে উঠে আসত তাঁদের নামও। সেই গোবিন্দা এবং সুনীতা আহুজার ছাদই নাকি বর্তমানে আলাদা। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে গুঞ্জন শোনা যেতে শুরু করে। সর্বত্রই শোনা যাচ্ছিল যে দাম্পত্যে ইতি টানছেন দম্পতি। বিশেষ করে সুনীতার কিছু মন্তব্য ইন্ধন জুগিয়েছিল আরও।
কখনও কখনও আবার তাঁর কণ্ঠে মিশ্র সুর। একবার এক সাক্ষাৎকারে সুনীতা জানান, গোবিন্দের মতো স্বামী তিনি চান না। আবার অন্যদিকে তিনি এও বলেন, “পৃথিবীর কোনও শক্তি আলাদা করতে পারবে না আমাদের”। তবে এ বারের চিত্রটা আরও জটিল। গোবিন্দের নাম শুনতেই হেঁটে বেরিয়ে গেলেন তিনি!
ঘটনাটি খুবই সাম্প্রতিক। সদ্যই মুম্বইয়ে একটি ফ্যাশন শোয়ে হাজির হন সুনীতা। মেয়ে টিনার শো, মা আসবেন না, তা কীভাবে হয়! অবশ্য তিনি একা ছিলেন না, সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন। সেখানে আলোকচিত্রীদের সামনে ছেলেকে নিয়ে ছবিও তোলেন সুনীতা। তখনই তাঁর দিকে প্রশ্ন ধেয়ে আসে, “গোবিন্দা কোথায়?” শুনেই সটান হেঁটে বেরিয়ে যান তিনি। যদিও ছবিশিকারিরা ছাড়েনি তাঁকে। ফের একবার অভিনেতাকে নিয়ে প্রশ্ন করতেই ঘুরে দাঁড়িয়ে সুনীতার সপাটে জবাব, “ঠিকানা দিয়ে দেব? দেখে আসবেন তাঁকে?”