জিব্রাল্টার জয় করতে শনিবার রওনা দিচ্ছেন কালনার জলকন্যা সায়নী, এবার আরও দূর্গম

লক্ষ্য সপ্তসিন্ধু জয়। আর সেই লক্ষ্যেই শনিবার জিব্রাল্টার পাড়ি দেবেন কালনার জলকন্যা সায়নী দাস। এটা পার করতে পারলে ষষ্ঠ সিন্ধু জয় হয়ে যাবে তাঁর।সম্প্রতি ওয়াটার অ্যাডভেঞ্চারে অসামান্য অবদানের জন্য ‘তেনজিং নোরগে ন্যাশানাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ সায়নীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল দিয়ে সায়নীর এই জয়যাত্রা শুরু হয়। তারপর ক্যাটালিনা,মলোকাই, কুক প্রণালী ও নর্থ চ্যানেলের মত বিদেশের মাটিতে একের পর এক জয় আসে। সব ঠিক থাকলে চলতি মাসেই স্পেনের জিব্রাল্টার জয় করবেন তিনি। শনিবার কালনা থেকে ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে কোচ বাবা রাধেশ্যাম দাসকে সঙ্গে নিয়ে স্পেনের জিব্রাল্টার প্রণালীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাঁতারু সায়নী দাস। যাওয়ার আগে সায়নী বলেন,এই জিব্রাল্টার চ্যানেলটি স্পেন এবং মরক্কোর মাঝখানে।
https://www.facebook.com/share/p/15u9o44CR4/
অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলটি পার করার দূরত্ব কম কিন্তু প্রতিকূলতা অনেকবেশি , হাঙরের আক্রমণ অনেক বেশি হয়, অতিরিক্ত সমুদ্র স্রোতের ফলে, প্র্যাক্টিসও আলাদা ধরনের করতে হয়েছে। কালনার গঙ্গাতেই পুরোদমে অনুশীলন করেন এই সাঁতারু। ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণে সাময়িক সমস্যায় পড়লেও সেই জট কিছুদিন আগেই কাটিয়ে উঠে যাওয়া স্থির হয়ে গেছে তাঁর। আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে যেদিন আবহাওয়া ঠিক থাকবে, সেইদিনই সায়নীকে জলে নামার অনুমতি দেবে চ্যানেল কর্তৃপক্ষ। সায়নীর বাবা তথা কোচ রাধেশ্যাম দাস বলেন,ভিসা বাতিল হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলাম। যদিও নতুন করে আবেদনের পরেই ভিসা মেলে। শনিবার আমি সায়নী কালনা থেকে জিব্রাল্টারের উদ্দেশ্যে রওনা দেব। ওর এখন একটাই লক্ষ্য ষষ্ঠ সিন্ধু জয়। এরপর বাকি থাকবে সপ্তম সিন্ধু জয় করার । এই সপ্তসিন্ধু জয় করতে পারলে সায়নীই প্রথম এশিয়া মহাদেশের মহিলা সাঁতারু হিসাবে এই কৃতিত্ব অর্জন করবে। আমেরিকার দুজন এবং ভারতের একমাত্র সায়নী দাস, এই তিনজন মিলে একসঙ্গে পাড়ি দেবেন জিব্রাল্টার চ্যানেল।