‘আমার ভিতরে কী হচ্ছে বলে বোঝাতে পারব না’, অনুরাগের ছোঁয়া প্রসঙ্গে কী বললেন দিব্যজ্যোতি?

0

দু’মাস হল ধারাবাহিক ছেড়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’-র সূর্য এখনও দর্শকের মনে গেঁথে। গল্পের মোড় ঘুরেছে। নতুন চরিত্রদের আগমন হয়েছে। নতুন গল্পে নায়ক হিসাবে দর্শক পেয়েছে রাহুল মজুমদারকে। প্রায় সাড়ে তিন বছরের যাত্রার ইতি। ধারাবাহিকে তাঁর চরিত্র শেষ হলেও মনখারাপ কি হয়েছে নায়কের?

এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রচারে। কিন্তু তার ফাঁকেও বার বার ধারাবাহিকের কথা মনে পড়ছে তাঁর। এতগুলো বছর একসঙ্গে কাজ করা। তাই অন্য কাজ করলেও ধারাবাহিক বন্ধ হওয়ার খবরে মন ভাল নেই দিব্যজ্যোতির। বললেন, “যতই বলি শেষ তো হবেই এক দিন। কিন্তু আমার মনে যে কী হচ্ছে সেটা আমিই জানি। ‘অনুরাগের ছোঁয়া’ আমার সন্তানের মতো। তাই মনখারাপ তো হবেই।”



শোনা গিয়েছিল, ধারাবাহিক বন্ধ হওয়ার খবর এসেছিল আচমকাই। ফলে খারাপ লেগেছিল নায়ক রাহুলের। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমায় বলা হয়েছিল, ধারাবাহিকটি এখনও অনেক দিন চলবে। অনেক ভাল কাজ ছেড়ে দিয়ে তাই রাজি হয়েছিলাম। শুক্রবার শুট করতে এসেছি। সকাল ১০টায় আমাদের জানানো হল, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক।”

দিব্যজ্যোতি সরে যেতেই কি এই সিদ্ধান্ত? এ কথা মানতে নারাজ পর্দার সূর্য। জানিয়েছেন, ২০২৩ সালেও দেড় মাসের বিরতি নিয়েছিলেন তখন এ রকম কিছু হয়নি। কারও জন্য কিছু থেমে থাকে না। তাই যদি এ ধরনের কিছু ঘটে থাকে তা ভুল বলেই মনে করেন অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *