হলিউডে শাকিব খান! কোন হলিউড নায়িকার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টারকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলার গণ্ডি তো আগেই পেরিয়েছেন। প্যান ইন্ডিয়ায় প্রশংসা কুড়িয়েছে ‘দরদ’। এ বার হলিউডেও অভিষেক হতে চলেছে শাকিব খানের? বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে কিছুটা এমনই। একাধিক প্রতিবেদনের দাবি, ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন শাকিব। এক সংবাদমাধ্যমেকে নাকি এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। তবে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, “এই মুহূর্তে একটি নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।” তিনি আরও জানান, এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। শাকিব খানের বিপরীতে এই দুটি নায়িকার চরিত্রে অভিনয় করবেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী। এমনকি, এই সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।
যদিও তাঁরা কারা, তা এখনই খোলসা করতে রাজি নন পরিচালক। খবর, আগামী জুলাই মাসের শুরুর দিকে ছবিটিতে কারা অভিনয় করবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে হলিউডের এই সিনেমায় অভিষেক হবে ও পার বাংলার শাকিব খানের।