নাম-যশ-অর্থ নয়, বরুণকে টানে অন্যকিছু, কোন রোগে আক্রান্ত অভিনেতা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: যে নাম-যশ-অর্থের পিছনে মানুষ ছুটে বেড়ায়, তার কিছুই নাকি টানে না অভিনেতা বরুণ সোবতিকে। বরং তাঁর সন্তুষ্টি সৃজনশীল কাজকর্মেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি জানান, নিজেকে বুঝতে অনেকটা সময় লেগেছে তাঁর।

বরুণ সোবতি, টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ তিনি। একধিক জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে নজর কেড়েছেন অভিনেতা। অভিনয়ের ক্ষেত্রে তাঁর দক্ষতাই তাঁকে পৌঁছে দিয়েছিল এই জায়গায়। তবে বরুণের মতে, “আমার মধ্যে আত্মবিশ্বাস কম। তবে সাহস রয়েছে। আমি উৎকণ্ঠায় ভুগি। যার কারণেই আত্মবিশ্বাস কমে যায়। কিছু ভুল হলে কী হবে, এই চিন্তা গ্রাস করতে থাকে সবসময়।”

অভিনেতা জানান, তিনি এডিএইচডি (Attention Deficit Hyperactivity Disorder) রোগে আক্রান্ত। তিনি বলেন, ” অর্থ কোনওদিনই অনুপ্রাণিত করতে পারেনি আমাকে। মস্তিষ্ক তেমন প্রখর ছিল না। তবে বড় হওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে সৃজনশীল কাজকর্ম আমাকে সন্তুষ্টি দেয়। আমার এডিএইচডি আছে। কোনও কাজ করে সন্তুষ্টি না পেলে আমি পাগলের মতো হয়ে যাই। এই সমস্যার কথা বুঝতে অনেকদিন সময় লেগেছে আমার।”

কিন্তু কী এই ‘এডিএইচডি’? এটি হল একপ্রকার স্নায়বিক বিকাশজনিত রোগ। যা শৈশব থেকে শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এটি মানুষের মধ্যে বাস করে। এক্ষেত্রে মনোযোগ বজায় রাখতে সমস্যা হয়। আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা দেখা দেয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *