ইয়ামালকে হারিয়েই ব্যালন ডি’অর জিতলেন ডেম্বেলে, মা’এর সামনে কান্না

0



একসময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রাজত্ব। গত কয়েক বছরে সেই ধারা আর নেই।এ বার ব্যালন ডি’অর জিতলেন ২৮ বছর বয়সী ফরাসি ফুটবলার উসমান ডেম্বেলে। চর্চা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান ডেম্বেলেকে নিয়ে, কে জিতবেন শেষপর্যন্ত। যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন ডেম্বেলে। প্যারিসে জমকালো অনুষ্ঠানে ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’অর ২০২৫। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরোয়ার্ড। ডেম্বেলের আগে এই পুরস্কার জিতেছেন ফ্রান্সের রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেঞ্জেমা।গত মরসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি গোলে সহায়তা করে পিএসজিকে জিতিয়েছেন ঐতিহাসিক ‘ট্রেবল’। ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে করেছেন ৮ গোল। মঞ্চে আবেগ সামলে রাখতে পারেননি ডেম্বেলে, মা-কে সামনে রেখেই কেঁদে ফেলেন। ডেম্বেলে বললেন, ‘আমার কেরিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’ এদিকে মহিলাদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো তার হাতে উঠলো এই ট্রফি। মেয়েদের ফুটবলে আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালন ডি’অর জেতেনি। লামিনে ইয়ামালও পুরস্কার জিতেছেন। বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ২১ বছরের কম বয়সি সেরা ফুটবলার হয়েছেন। বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজিরই লুইস এনরিকে। মহিলা বিভাগে জিতেছেন ইংল্যান্ডের কোচ সারিনা ভিগমান। বর্ষসেরা গোলরক্ষক ইয়াসিন ট্রফি জিতেছেন ম্যাঞ্চেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। মহিলা বিভাগে জিতেছেন চেলসির  গোলরক্ষক হান্না হাম্পটন। বর্ষসেরা ক্লাবের মুকুট জিতেছে পিএসজি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *