‘বিয়ে নাকচ করার সাহস নেই, অথচ ঠান্ডা মাথায় খুন করতে পারে…’ মেঘালয় কাণ্ডে ‘বিধ্বস্ত’ কঙ্গনা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে মেঘালয় কাণ্ডকে ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে মধুচন্দ্রিমায় ঘুরতে যাওয়া নবদম্পতির ঘটনা নাড়া দিয়েছে দেশবাসীকে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর জলপ্রপাতের ধার থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর দেহ। তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, নিজের সদ্য বিবাহিত স্বামীকেই খুনের অভিযোগ উঠেছে স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে। এই ঘটনা যেন কিছুতেই নিজের খেয়াল থেকে মুছে ফেলতে পারছেন না অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বরাবরই স্পষ্টবক্তা কঙ্গনা। দেশের কোনও খবর বা ঘটনাকে ঘিরে খুব একটা ‘নীরব’ থাকতে দেখা যায় না সাংসদ-অভিনেত্রীকে। সম্প্রতি এই ঘটনাকে ঘিরেও সর্বসমক্ষে প্রতিক্রিয়া দিলেন তিনি। কঙ্গনা লেখেন, ‘বড়ই অযৌক্তিক বিষয়! একটা মেয়ে মা-বাবাকে এতটা ভয় পায় যে, বিয়ে নাকচ করার সাহস দেখাতে পারে না। এ দিকে সুপারি কিলার ভাড়া করে ঠান্ডা মাথায় নিজের স্বামীকে খুন করতে পারে! এই ঘটনাটা সকাল থেকে আমাকে কুরে কুরে খাচ্ছে। কিছুতেই খেয়াল থেকে সরিয়ে ফেলতে পারছি না। মাথাব্যথা করছে আমার।’

তিনি আরও লেখেন, ‘সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে বা প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতেও পারেনি। কত নিষ্ঠুর এবং জঘন্য একটা মানুষ! সর্বোপরি অযৌক্তিক এবং বোকা…’ তার পরেই অভিনেত্রীর বক্তব্য, ‘এই সমস্ত বোকা লোকদের কখনই হালকা ভাবে নেওয়া উচিত নয়। তারা সমাজের জন্য সবচেয়ে বড় হুমকির সমান। আমরা প্রায়শই তাদের নিয়ে ঠাট্টা করি এবং ভাবি, যে তারা বড়ই নিরীহ। কিন্তু এটা ভুল। বুদ্ধিমান লোকেরা তাদের নিজের ভালোর জন্য অন্যদের ক্ষতি করতে পারে। কিন্তু মনে রাখবেন, একজন বোকা লোকের কোনও ধারণা নেই যে তারা কী করছে। সচেতন থাকুন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *