‘শুরু থেকেই কেউ নিখুঁত হয় না’, কটাক্ষের ভিড়ে ইব্রাহিম ও খুশির হয়ে সরব সোনু সুদ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের স্বজনপোষণ নিয়ে আলোচনার অন্ত নেই নেটিজেনদের মধ্যে। এর আগে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তারকাসন্তানদের। সম্প্রতি এই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুর। সম্প্রতি ‘নাদানিয়া’ ছবি মুক্তির পর থেকেই তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে বসেছে খাপ পঞ্চায়েত! অভিনয় জীবনের প্রথম ধাপেই সমালোচনায় বিধ্বস্ত তাঁরা। এমন পরিস্থিতিতে নবাগত দুই তারকাসন্তানের পাশে দাঁড়ালেন সোনু সুদ।

অভিনেতার মতে, নতুনদের দিকে এমন কটাক্ষ না ছুড়ে, তাঁদের প্রতি স্নেহশীল হওয়া উচিত সকলের। শনিবার নিজের এক্স হ্যান্ডলে সোনু লিখেছেন, ‘শুরু থেকেই কেউ নিখুঁত হয় না, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গেই শেখে সকলে। আর মাত্র কয়েক জন দ্বিতীয় সুযোগ পায়।’ তাঁর কথায়, ‘যে কোনও ক্ষেত্রে একটা ভাল বা খারাপ পারফরম্যান্সের দায়িত্ব সকলের, প্রত্যেক টেকনিশিয়ানও যুক্ত সেখানে। আমরা প্রত্যেকেই শিখতে থাকি। আসুন আমরা তাঁদের সমর্থন করি এবং উৎসাহ জোগাই।’

যদিও এই প্রসঙ্গে কোনও তারকার নাম উল্লেখ করেননি অভিনেতা। তবে অনেকেই মনে করেছেন, পরোক্ষভাবে সোনু গলা ফাটিয়েছেন খুশি এবং ইব্রাহিমকে ঘিরেই। কারণ, সাম্প্রতিক সময়ে, এই দুই তারকার দিকেই ক্রমাগত ধেয়ে এসেছে বিরূপ মন্তব্যের ঝড়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *