‘কোয়েল, গৌরব চিফ পেরেন্টিং অ্যাডভাইসর’, দুই সহ-অভিনেতার থেকে কী পরামর্শ পেলেন হবু বাবা পরমব্রত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছবির ট্রেলার লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী। এর মধ্যে ‘পেরেন্টস্ ক্লাবে’ আগেই নাম লিখিয়েছেন কোয়েল এবং গৌরব। ঋদ্ধিমা ঘোষ এবং গৌরবের কোলে এসেছে তাঁদের সন্তান ধীর। অন্যদিকে, দুই সন্তান, কবীর এবং কাব্যর বাবা-মা হয়েছেন কোয়েল এবং নিসপাল সিং। এ বার দলেই নাম লেখাতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘সোনার কেল্লায় যকের ধন’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে হবু বাবা পরমকে কী পরামর্শ দিলেন দুই সহ-অভিনেতা কোয়েল এবং গৌরব?
পরমের কথায়, কোয়েল এবং গৌরব হলেন দুই ‘চিফ পেরেন্টিং অ্যাডভাইসর’। সদস্যপদে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। কোয়েল মজা করে বলেন, “আমি তো পরমকে বলে দিয়েছি, ‘ওয়েলকাম টু দ্য ক্লাব’। আমি তো বোধহয় অনেক বেশিই পরামর্শ দিয়ে ফেলেছি। সন্তান ভূমিষ্ঠ হয়নি, অথচ ওর প্রি-স্কুলিং নিয়েও পরমব্রতকে উপদেশ দিয়েছি।”
শুধু কোয়েল নয়, পরম জানান, গৌরব এবং ঋদ্ধিমাও খুবই সাহায্য করেছে এক্ষেত্রে। গৌরব বলেন, “এই বিষয়ে আসল এক্সপার্ট হল ঋদ্ধিমা। ওর আর পিয়াদির মধ্যে প্রতিদিন আলোচনা চলছে। পরমদা তো আমার দাদার মতো। কিছু জানতে চাইলে আমি অবশ্যই আছি।”
উপদেশ তো পেলেন, কতটা পালন করছেন পরম? তিনি বলেন, “আসলে এই সমস্ত ক্ষেত্রে বাবাদের উপর একটু কম ফোকাস যায়। গৌরব আর আমার মধ্যে খুব বেশি কথা না হলেও মাঝেমধ্যে আলোচনা চলে। একটা পেরেন্টিং অ্যাডভাইসরি কমিটি তৈরি হয়েছে। যার সদস্যের তালিকায় রয়েছেন কোয়েল, শুভশ্রী, ঋদ্ধিমা এবং গৌরব। তারা খুবই গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছে। তবে তার অধিকাংশটাই পিয়া পাচ্ছে। আমার কাছেও উপদেশ আসে। সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।”