চিকিৎসায় মিলল না সাড়া, মাকে হারালেন জ্যাকলিন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত দু’সপ্তাহ ধরে যেন নিদ্রাহারা জ্যাকলিন ফার্নান্ডেজ। মা কিম ফার্নান্ডেজ ভর্তি হাসপাতালে। কম ছোটাছুটি করতে হয়নি অভিনেত্রী। তবু এত কিছুর পরেও শেষরক্ষা হল না। রবিবার, মাকে হারালেন জ্যাকলিন। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তাঁর মা।
গত ২৪ মার্চ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেত্রীর মাকে। সেই সময়ে শহরে ছিলেন না অভিনেত্রী। রাতারাতি মৃত্যুর খবর রটে যায় সমাজমাধ্যমে। যদিও পরে প্রকাশ্যে আসে সত্যটা। আইসিইউ-তে রাখা হয়েছিল কিম ফার্নান্ডেজকে। মায়ের হাসপাতালে ভর্তির খবর পেয়েই তড়িঘড়ি মুম্বই ছুটে আসেন মেয়ে। তারপর থেকে একাধিকবার লীলাবতীর সামনে দেখা মিলেছিল জ্যাকলিনের। সঙ্গে ছিলেন বাবাও। এমনকি, সেই সময়ে অভিনেত্রীর শয্যাশায়ী মাকে দেখতে গিয়েছিলেন সহ-অভিনেতা সলমন খানও। এ বার শেষযাত্রায় দেখা গেল অভিনেতা সোনু সুদকে।
জানা যায়, চলতি বছর আইপিএলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল জ্যাকলিনের। মায়ের অসুস্থতার কারণেই নিজের অনুষ্ঠান বাতিল করেন তিনি। “এই মুহূর্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন জ্যাকলিনের মা। চিকিৎসকরা আরও কী জানান, তা শুনতেই মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর পরিবার। অনুমান করা হচ্ছে, আইপিএল-এর অনুষ্ঠানে নাও থাকতে পারেন তিনি।” সেই সময়ে সূত্র মারফৎ জানা গিয়েছিল এমনই খবর।