গুঞ্জনই সত্যি! মনের মানুষকে নিয়ে গুরুদ্বারে কী মানত সারলেন সারা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো ইন দিনো’র প্রচার নিয়ে বড়ই ব্যস্ত ছিলেন সারা আলি খান। ছবির সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তাঁর কম চর্চা হয়নি সেই সময়। নেটপাড়ায় গুঞ্জন ছিল, ‘ইন দিনো’ আদিত্যর সঙ্গে যেন একটু বেশিই ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। তবে এই সব জল্পনা ওঠার আগেও রাজনীতির জগতের অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সইফ-কন্যার। এ বার কি সেই সম্পর্কেই বসল সিলমোহর?

চুপি চুপি মনের মানুষের সঙ্গে গুরুদ্বারে ধরা দিলেন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার কামিজ, মাথা ঢাকা ওড়নায়। ঘিরে রয়েছে নিরাপত্তারক্ষী। একই গাড়িতে উঠতে দেখা যায় চর্চিতযুগলকে। টুকরো টুকরো সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে ফের গুঞ্জন শুরু। সত্যিই কি প্রেম করছেন অর্জুন এবং সারা? পাঞ্জাবি ঘরেরই বধূ হতে চলেছেন নবাব-কন্যা!
রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র হলেন অর্জুন। তিনি অবশ্য রাজনৈতিক শিবিরের মানুষ নন। বরং চলচ্চিত্রজগতেই অবাধ আসা-যাওয়া। বড় বড় ব্র্যান্ডের প্রচারমুখ তিনি। নামী পোশাকশিল্পীদের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব তাঁর। নেটিজেনদের অনুমান, তাঁর সঙ্গেই জমে উঠেছে সারার প্রেম। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি অর্জুন অথবা সারা কেউই। সম্পর্ক নিয়ে খোলামেলা কথাও বলেননি তাঁরা।
