‘ওদের জন্য একমাত্র আনন্দের খবর হল কোহলির অবসর’, বচ্চনের হাসির খোরাক পাকিস্তান
এনটারটেইনমেন্ট ডেস্ক: এপ্রিলে ঘটে যাওয়া নক্কারজনক পহেলগাঁও ঘটনার যোগ্য জবাব দিয়েছে ভারত। প্রতি মুহূর্তেই নিজেদের ক্ষমতা হাড়ে হাড়ে টের পাইয়েছে পাকিস্তানকে। এমন পরিস্থিতিতেই প্রতিবেশী দেশকে নিয়ে মস্করা করার সুযোগ ছাড়লেন না খোদ বিগ-বি অমিতাভ বচ্চনও।
বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় তিনি। তাঁর ব্লগ থেকে শুরু করে মজার পোস্ট, সবকিছুই অনুরাগীদের নজর কাড়ে প্রতিবার। এই বারেও অন্যথা হল না। ভারত-পাক সংঘর্ষ আবহের মাঝেই আলোচনার কেন্দ্রে বচ্চনের পোস্ট।
টুইটারে একটি ভিডিয়োর ঝলক শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একজন সংবাদপাঠিকা খবর পড়ছেন। ছবির সঙ্গেই ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানের জন্য একমাত্র খুশির খবর হল বিরাট কোহলির অবসর নেওয়া।’ আর এই পোস্টটাই নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন বিগ-বি। সেই সঙ্গে জুড়ে দিলেন হাসির ইমোজি।

বোঝাই যাচ্ছে, পাকিস্তানকে ব্যঙ্গ করেই পোস্টটি শেয়ার করেছেন অমিতাভ। রণভূমিতে হোক কিংবা ক্রিকেটের মাঠে, ভারত এবং ভারতের খেলোয়াড়দের যে বরাবরই পাল্লা ভারী, তা এই পোস্টের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।
সোমবার বিশ্বক্রিকেটকে খানিকটা হতবাক করে দিয়েই, টেস্ট থেকে অবসর ঘোষণা করে সমাজ মাধ্যমে পোস্ট করলেন বিরাট কোহলি। ৯২৩০ রানের মাথায় ৩০ সেঞ্চুরি আর ৩১ হাফসেঞ্চুরি রেকর্ডবুকে নিয়ে বিদায় জানালেন তিনি। এর আগে গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।