‘জীবনের সবচেয়ে সুন্দরী নায়িকা’, ঐন্দ্রিলাকে ছেড়ে কাকে ভালবাসা জানালেন অঙ্কুশ?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিনের অভিনয়জীবন। পর্দায় একাধিক নায়িকাদের সঙ্গেই তাঁর রসায়ন প্রশংসা কুড়িয়েছে এত বছরে। সহ-অভিনেত্রীদের সঙ্গে তাঁর রসিকতাতেও ওঠে হাসির রোল। তবে আদতে যে তিনি ঐন্দ্রিলা সেনেই নিবেদিতপ্রাণ, তা আর বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে অঙ্কুশ হাজরাকে নিয়েই। ঐন্দ্রিলার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ইন্ডাস্ট্রিতে কারও কাছেই অজানা নয়।

তবে জানেন কি, অভিনেতার জীবনে ‘সবচেয়ে সুন্দরী নায়িকা’ কিন্তু ঐন্দ্রিলা নন, বরং অন্য কেউ। রবিবার, সমাজমাধ্যমে নিজেই খোলসা করলেন সবটা। সর্বসমক্ষে কার প্রতি ভালবাসা উজাড় করে দিলেন অঙ্কুশ?

সেই ‘নায়িকা’ আর কেউ নন, বরং তাঁর মা। মায়ের সঙ্গে অঙ্কুশের সমীকরণ বরাবরই বেশ ভাল। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া এ সব চলতেই থাকে। এ দিন সমাজমাধ্যমে মায়ের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে নিলেন তিনি। কিশোর বয়সের অভিনেতার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে তাঁর মা। ঠোঁটের কোণে নম্র হাসি। সামনে প্রশস্তির হাসি মেখে দোর্দণ্ডপ্রতাপ ভঙ্গিতে দাঁড়িয়ে অভিনেতা। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের সবথেকে সুন্দরী নায়িকা। অনেক ভালবাসি মা…’ অভিনেতার এই ছবিতে ভালবাসা উজাড় করেছেন অনুরাগীরাও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *