টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হবে বৃষ্টি! আগের দিনই দল ঘোষণা দুই টিমের

লর্ডসে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৩-২৫ চক্রে প্রোটিয়ারা ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। দুই দলই আইসিসির শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে নামছে। মহারণের আগের দিনই দুই দলই জানিয়ে দিয়েছে নিজেদের প্রথম একাদশ। প্রোটিয়াদের দলে তিন প্রধান পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার আছেন একমাত্র কেশভ মহারাজ। ব্যাটিং লাইনআপে রায়ান রিকেলটন,অধিনায়ক বাভুমার সৰঙ্গে আছেন ফর্মে থাকা এইডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম। ফাইনালে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে দেখা যাবে মার্নাস লাবুশেনকে। সঙ্গে থাকবেন আরেক অভিজ্ঞ তারকা উসমান খোয়াজা। অর্থাৎ, ভারত সিরিজে আলোচিত তরুণ স্যাম কনস্টাস নেই ফাইনালের মহারণে। এছাড়া গতবার ফাইনাল ম্যাচের অন্যতম নায়ক স্কট বোল্যান্ডের জায়গায় এবার খেলবেন জশ হ্যাজলউড। অজিদের পেস বিভাগে আছেন অধিনায়ক কামিন্স ও মিচেল স্টার্ক। পিঠের সার্জারি শেষে ফেরা ক্যামেরন গ্রিনও আছেন একাদশে। ম্যাচ চলাকালীন বৃষ্টি হলেও হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ফাইনাল শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর বৃষ্টির কথা মাথায় রেখে ১৬ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। খেলার দ্বিতীয় দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা (২৫%) থাকলেও, বাকি দিনগুলি মূলত মেঘলা হলেও খেলার উপযোগী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রথম দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু জিততে পারেনি। প্রথমবার চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। গতবার অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া দল অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করতে মরিয়া। অন্যদিকে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দীর্ঘ প্রায় তিন দশকের আইসিসি ট্রফি খরা কাটাতে মরিয়া।
জেনে নিন ফাইনালের সময়সূচি
তারিখ: ১১ জুন, ২০২৫ মঙ্গলবার থেকে শুরু
সময়: সকাল ৩:৩০ ভারতীয় সময়ে শুরু প্রতিদিনের খেলা
ভেন্যু: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
সম্প্রচার: ভারতে Star Sports Network-এর চ্যানেলে
লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ভারত):
Disney+ Hotstar (অ্যাপ বা ওয়েবসাইট)
JioCinema (নির্বাচিত প্ল্যানের মাধ্যমে)