তিন দিন ধরে হাসপাতালে ভর্তি মেয়ে, কান্নায় ভেঙে পড়লেন প্রীতি, কেমন আছে ছোট্ট আয়রা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক বছরও পূর্ণ হয়নি মেয়ের বয়স। ছোট্ট আয়রাকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের। তবে বিগত কয়েক দিন যেন দুঃস্বপ্নের মতোই কেটেছে তাঁদের। গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি কন্যা আয়রা। এই মুহূর্তে অনুরাগীদের থেকে আশীর্বাদই কামনা করছেন প্রীতি। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বললেন, “মেয়ের জন্য প্রার্থনা করুন”।

মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্ট দেন অভিনেত্রী। লেখেন, ‘আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়। তোমরা সবাই ওকে খুব ভালবাসো তাই জানালাম।’ যদিও স্বস্তির বিষয় হল, প্রীতি লেখেন, ‘এখন আয়রা আগের থেকে অনেক ভাল আছে।’

তার কিছু মুহূর্ত পরেই লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রীতি বলেন, “আমার মনে হল সবাইকে এই খবরটা জানানো উচিত। যখনই আমি আমার মেয়েকে নিয়ে ছবি দিই, তোমরা সবাই অনেক ভাল ভাল বার্তা পাঠাও। তাই তোমাদের থেকে একটু আশীর্বাদ কুড়িয়ে নেওয়ার জন্যেই এই ভিডিয়োটা করা। আমার ভিডিয়োর রিচ বাড়ানোর জন্য ফলো করতে হবে না আমাকে। শুধু একটু আশীর্বাদ কোরো যাতে আয়রা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।”

কিছু দিন আগে ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন রাহুল এবং প্রীতি। হঠাৎ করে কী ভাবে অসুস্থ হয়ে পড়ল একরত্তি? ভিডিয়োতেই অভিনেত্রী বলেন, “সবকিছুই ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ জ্বরে কাবু হয়ে পড়ে। প্রায় ১০৪ ডিগ্রি। হাসপাতালে নিয়ে যেতেই ভর্তি নিয়ে নেয় ওকে। তার পরেই স্যালাইন, পরীক্ষানিরীক্ষা চলতে থাকে। গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আয়রা। এখন অনেকটাই সুস্থ আগের থেকে। এখনও দুটো পরীক্ষার রিপোর্ট আসা বাকি। আমার ভিডিয়ো করার উদ্দেশ্য একটাই। যতজন ভিডিয়োটা দেখছ, আমার মেয়েকে মন থেকে আশীর্বাদ করো যাতে কাল-পরশুর মধ্যে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি।”

প্রিয় অভিনেত্রীকে এমন ভেঙে পড়তে দেখে মন কেঁদেছে অনুরাগীদেরও। অনেকেই প্রীতিকে আশ্বাস দিয়ে লিখেছেন, ‘চিন্তা করো না। মেয়ে সুস্থ হয়ে উঠবে।’ আবার অনেকে লেখেন, ‘সন্তান এমন অসুস্থ হয়ে পড়লে মায়েদের এমন অবস্থাই হয়।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *