মঙ্গলবার ছিল বাংলা ফিল্মফেয়ারের অনুষ্ঠান। একনজরে দেখেনিন কোন তারকা কেরম সেজেছিলেন।
চারুলতার বেশে দেবলীনা দত্ত‘দড়ি দ্যা বন্ড’ নতুন স্টাইল স্টেটমেন্ট মনামী ঘোষেরনিজের প্রথম বাংলা ছবির জন্য কালো ব্লেজার পরে লাল গালিচায় শান্তনু মহেশ্বরীকালো কোট এবং রোদ চশমা পরে নজর করলেন রাজকুমার রাওসৌরভ কে দেখেই ছবি শিকারীদের চিৎকার ‘বলিউডের রণবীর সিং’বাংলা ফিল্মফেয়ারে যোগ দিতে ওপার বাংলা থেকে আসলেন জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী‘ব্ল্যাক লেডি’ কে হাতে তুলে নিতে কালো শাড়ি পড়ে লাল গালিচায় উষ্ণতা ছড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ব্ল্যাক লেডি কে হাতে তুলে নিতে রেড কার্পেটে পৌঁছালেন টলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত