‘বয়স বাড়ার সঙ্গে উদযাপনের আগ্রহ চলে যায়!’ ৩০-এ পা দেওয়ার আগেই কেন এমন উপলব্ধি রশ্মিকার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আগামী ৫ এপ্রিল ২৯-এ পা দেবেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। খুব অল্প বয়সেই দক্ষিণী এবং বলিউড, দুই ইন্ডাস্ট্রিতে বেশ পসার জমিয়ে ফেলেছেন তিনি। অল্লু অর্জুন থেকে সলমন খান কিংবা বহুল বিতর্কিত ‘অ্যানিম্যাল’ ছবির রণবীর কাপুর, একের পর এক তারকার সঙ্গে জমিয়ে কাজ করতে চলেছেন রশ্মিকা। জন্মমাসে এসে তাঁর উপলব্ধি, একটু একটু করে বয়স তো বাড়ছেই। তাঁর মতে, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নাকি জন্মদিন উদযাপনের উৎসাহটাও কমে যায়।’ রশ্মিকার নিজের ক্ষেত্রেও কি বিষয়টা তাই?
সম্প্রতি রশ্মিকা তাঁর পোস্টে জানান, এই দিক থেকে একেবারেই উল্টো পথে হাঁটেন তিনি। সময়ের সঙ্গে মানুষ বদলায়। আনন্দ-উদযাপন কমে। তবে অভিনেত্রী নাকি একেবারেই বদলে যাননি। বরং বয়স যত বাড়ছে, নিজের জন্মদিন পালনের জন্য বেশিই উতলা হয়ে উঠছেন নায়িকা।
অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি শুনেছি যে বয়স যত বাড়ার সঙ্গে সঙ্গে নাকি জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। বয়স যত বাড়ছে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতিমধ্যেই ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম। এটাই তো যথেষ্ট উদযাপন করার জন্য।’
সদ্যই মুক্তি পেয়েছে রশ্মিকা মন্দনা অভিনীত ছবি ‘সিকন্দর’। যেখানে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে।