আইপিএল শুরুর আগেই ‘অ্যানিম্যাল’ লুকে মাহি, অবাক নেটপাড়া
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক্কেবারে ঝক্কাস! মহেন্দ্র সিং ধোনির স্টাইল দেখলে চমকেই যেতে হয়। যে সে লুক নয়, ভারতের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ককে যদি ‘অ্যানিম্যাল’ লুকে দেখা যায়, তাহলে তো ঝটকা খেতেই হবে। বর্তমানে আইপিএল ২০২৫ মরসুমের জন্য শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ধোনি, আর তার আগেই এই বিজ্ঞাপনের মাধ্যমে ভক্তদের অবাক করেছেন মাহি। আইপিএলের আগে মহেন্দ্র সিং ধোনির এমন আগমনে উত্তাল নেটপাড়া। ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় জনপ্রিয় অ্যাকশন ফিল্ম ‘অ্যানিম্যাল’-এ নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ৷
‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরকে যেমন দেখা গিয়েছে, ঠিক সেইরকমই লম্বা চুলে বিজ্ঞাপনী চমক দিয়েছেন ধোনি। সে চুলে অবশ্য পুরোনো ধোনির মতো সোনালি রঙ নেই। কালো সানগ্লাসে রণবীরের ‘অ্যানিম্যাল’ লুকে ধোনিকে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া৷ বিজ্ঞাপনটি আসলে সাইকেলের। গাড়ি থেকে নেমে সাইকেলে চড়তে দেখা যায় ধোনিকে। তারই মাঝে পরিচালকের সঙ্গে কথা বলতেও দেখা যায় প্রাক্তন অধিনায়ককে। ভিডিওতে ধোনিকে প্রথমে রণবীর কাপুরের মতো এন্ট্রি নিতে দেখা যায়। চারিদিকে ঘিরে কালো পোশাক পরা বডিগার্ড। এমনকি ধোনির মুখে শোনা যায় বিখ্যাত সংলাপ, ‘শুনাই দে রাহা হ্যায়, বেহরা নেহি হুঁ ম্যায়।’ এই সময়ে তাঁকে একেবারে গ্যাংস্টার হিসাবে দেখানো হয়েছে। এরপরে ধোনির মধ্যে দিয়ে রণবীর কাপুরের কলেজ লুককে তুলে ধরেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যেখানে মাহিকে সাইকেল চালিয়ে আসতে দেখা যায়।
সাইকেলের বিজ্ঞাপনের জন্য এই লুক সন্তুষ্ট করতে পারেনি ধোনিকে। বিজ্ঞাপনের মধ্যেই সে কথা পরিচালককে বলতে শোনা গিয়েছে মাহিকে। তার পাল্টা সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, পরবর্তীতে আরও বড় চমক অপেক্ষা করছে। ভিডিওটির শেষে দেখা যায় মাহির চুল ছোট করে কাটা। সমাজ মাধ্যমে ধোনির একটি ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। বলা যেতে পারে হইচই ফেলে দিয়েছে। উল্লেখ্য, ২৩ মার্চ চেন্নাইয়ের প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। ৪৩ বছরের মাহি এখনও স্বমহিমাতেই খেলছেন। প্রতিদিন ২-৩ ঘণ্টা ধরে ব্যাট করছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। নিজের ফিটনেসেও জোর দেন। ভক্তরা তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।