অনু মালিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কোথায় হারিয়ে গেলেন ‘ইন্ডি পপের সম্রাজ্ঞী’ আলিশা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সালটা ১৯৯৫, ইন্টারনেটের রমরমা না থাকলেও সমাজমাধ্যম তোলপাড় করেছিল একটি গান। ‘মেড ইন ইন্ডিয়া’। এই গানের নেপথ্যে যিনি ছিলেন, তিনি আর কেউ নন, বরং আলিশা চিনয়। ১৯৮৬ সালে অ্যালবাম ‘জাদু’র হাত ধরে সঙ্গীতজীবনের সূচনা। তার পর আর ফিরে তাকাতে হয়নি আলিশাকে। ১৯৯০ সালের মধ্যেই যেন তিনি ছিনিয়ে নিয়েছিলেন ‘ইন্ডি পপ সম্রাজ্ঞী’র শিরোপা। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শুরু করে, স্মিতা পাটিল, করিনা কাপুরের মতো অভিনেত্রীদের ‘কণ্ঠ’ আজ কোথায় হারিয়ে গেলেন? কেমন আছেন সঙ্গীতশিল্পী আলিশা চিনয়?

মঙ্গলবার, ১৮ মার্চ তাঁর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন আলিশা। দীর্ঘ কর্মজীবনে গেয়েছেন একাধিক গান। তার মধ্যে বেশিরভাগই প্রযোজনা করেছেন অনু মালিক। কিন্তু জানেন কি, তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন আলিশা। সেই সময়ে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন্ডিংয়ে। সমাজমাধ্যমে তখনও জোরালো হয়নি ‘মি-টু’ আন্দোলন। জানা যায়, সেই সময়ে আরও অন্যান্য গায়িকাও হেনস্থার অভিযোগ এনেছিলেন অনুর বিরুদ্ধে।

যদিও পরবর্তীকালে আবারও জুটি বাঁধেন অনু এবং আলিশা। শাহিদ কাপুরের ডেবিউ ছবি ‘ইস্ক ভিস্ক’ থেকে শুরু করে ‘ফিদা’, ‘নো এন্ট্রি’, ‘আগলি অউর পাগলি’, ‘কমবাক্ত ইস্ক’-সহ একের পর এক ছবিতে শ্রোতাদের মন জয় করেছিলেন তাঁরা।

‘আজা মেরে দিল মে’, ‘এক বার দো বার’, ‘তু কাহান’, ‘টাচ মি’, ‘কাজরা রে’, ‘তু জো মিলা’র মতো একাধিক গান একসময়ে হিট করেছিল আলিশার। তবে দীর্ঘ কর্মজীবনের একটি পর্যায়ে এসে ‘প্লে ব্যাক’ গানকে বিদায় জানিয়েছিলেন আলিশা। শুধুমাত্র ‘প্রাইভেট পপ অ্যালবাম’-এই মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি।

তবে এখন, সমাজমাধ্যমে বেশ সক্রিয় আলিশা। গানের ক্ষেত্রেও অনেকটাই নির্বাচনী তিনি। যদিও প্লে-ব্যাক গানের ক্ষেত্রে আর দেখা মেলেনি তাঁর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *