‘রেনবো জেলি’র ঘোঁতন, পপিনস যখন পেয়ে যায় ‘পক্ষীরাজের ডিম’! রূপকথার জগতে পাড়ি দিতে তৈরি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হঠাৎ করেই যদি চলে আসে হাতে ‘পক্ষীরাজের ডিম’! কী করবেন তার সঙ্গে? কোন রহস্যই বা দানা বাঁধবে তাকে ঘিরে? এই সব প্রশ্নের উত্তর জানতে পাড়ি দিতে হবে রূপকথার রাজ্যে। সঙ্গী হবেন অনির্বাণ ভট্টাচার্য।

আছে দুই খুদে সঙ্গীও। অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু। এর আগে সৌকর্য ঘোষালের ‘রেনবো জেলি’ ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। এ বার আরও একটি নতুন গল্পে হাজির দুই খুদেই।

শুক্রবার মুক্তি পেল ‘পক্ষীরাজের ডিম’-এর অফিসিয়াল পোস্টার। ‘বল্লভপুরের রূপকথা’র পর ফের একবার রূপকথার গল্প নিয়ে আসছেন অনির্বাণ। তবে এ বারে তিনি অভিনেতার আসনেই। পোস্টারে একেবারে অন্য অবতারে ধরা দিলেন তিনি। পরিচালনায় সৌকর্য ঘোষাল।

ছবিটির শুটিং বছর দুই আগে শেষ হলেও, মুক্তি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। অবশেষে ‘জিও স্টুডিয়োজ’ এবং ‘এসভিএফ’-এর যৌথ প্রযোজনায় আগামী ১৩ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন প্রযোজনার দায়িত্বে রয়েছেন, জ্যোতি দেশপাণ্ডে, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *