কোলে দুগ্ধপোষ্য শিশু, এমন অবস্থায় কঠিন অসুখে আক্রান্ত অভিনেত্রী দীপিকা, চিন্তায় স্বামী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিয়ের পর থেকে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। যদিও সেই সবে কান না দিয়েই স্বামী শোয়েব ইব্রাহিম এবং ছেলে রুহানকে নিয়ে গুছিয়ে সংসার করছেন দীপিকা কক্কর। দু’বছর আগেই কোলে এসেছে পুত্র-সন্তান। সব মিলিয়েই সুখের সংসার তাঁদের। কিন্তু হঠাৎই ছন্দপতন।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিয়োটি পোস্ট করেছেন দীপিকার স্বামী শোয়েব। যা দেখে মন ভেঙেছে অনুরাগীদের। গুরুতর অসুস্থ অভিনেত্রী। পেটে একটি টিউমার হয়েছে। অস্ত্রোপচার ছাড়া নির্মূলের কোনও উপায় নেই। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিনেত্রীর স্বামী। নেটিজেনদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন তিনি।
অনেক দিন ধরেই নাকি পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। অ্যান্টিবায়োটিকে সাময়িক নিস্তার মিললেও ফের শুরু হয় যন্ত্রণা। পরে টেস্টে ধরা পড়ে টিউমারের কথা। ভিডিয়োয় শোয়েব বলেছেন, “দীপিকার লিভারের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে, যার আয়তন একটি টেনিস বলের থেকেও বড়। কী ভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না আমরা। আমরা অবাক।”
মাত্র দু’বছর বয়স রুহানের। এমন অবস্থায় গুরুতর অসুস্থ মা। কী ভাবে খেয়াল রাখবেন সন্তানের? উদ্বিগ্ন অনুরাগীরাও। স্ত্রীর সুস্থতার জন্য প্রার্থনার আর্জি জানিয়েছেন শোয়েব। তবে আশ্বাসের বিষয় হল এই টিউমার ক্যানসারের দিকে মোড় নেয়নি।