‘চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে’, ‘আম্মা’ সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ নাতনি রাইমা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দিদিমা এবং নাতনির মধ্যে যেন ফারাক বের করা কঠিন। মুখের আদল থেকে শুরু করে অভিনয়, ব্যক্তিত্ব সবকিছুতেই যেন তাঁর ছাপ স্পষ্ট। আসলে রাইমা সেনের মতে, তাঁর মধ্যেই তো গেঁথে রয়েছেন তিনি। কথা হচ্ছে কিংবদন্তি সুচিত্রা সেনকে নিয়েই। রবিবার, ৬ এপ্রিল ‘মহানায়িকা’র জন্মবার্ষিকী। প্রতি বছরই আজকের দিনে স্মৃতিচারণায় ভাসেন রাইমা। এ বারেও তার অন্যথা হল না।
প্রিয় ‘আম্মা’র ৯৪ তম জন্মদিনে অভিনেত্রী লিখলেন, ‘আম্মা, তুমি আমাদের মনে চিরকার গেঁথে থাকবে।’ এ দিন এক অদেখা ছবিও ভাগ করে নেন তিনি। তখন তিনি বালিকা রাইমা। প্রিয় আম্মা ও দাদু দিবানাথ সেনের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। নাতনির দিকে একদৃষ্টে চেয়ে সুচিত্রা সেন। সাদা-কালো এই ছবিকে ঘিরেই আবেগে গা ভাসিয়েছেন অভিনেত্রী।

পোস্ট দেখে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। কিংবদন্তির জন্মবার্ষিকীতে উজাড় করেছেন শ্রদ্ধা এবং ভালবাসা।