‘সবই হচ্ছে শুধু চাকরিহারাদের জন্য সময় নেই, পতন আসন্ন’, মুখ্যমন্ত্রীকে ‘ধিক্কার’ ঋদ্ধি সেনের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেঁড়া জুতো, চটির সঙ্গেও রক্তাক্ত অবস্থায় কোথাও কোথাও কাতরাচ্ছেন বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকেরা। গত বৃহস্পতিবার, ১৫ মে বিকাশ ভবনের সামনের ছবিটা অনেকটা এমনই ছিল। পুলিশের লাঠিচার্জে আহত হল একাধিক শিক্ষকেরা। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই সরগরম ওয়াকিবহাল মহলের। এ বার, এই প্রসঙ্গে গর্জে উঠলেন অভিনেতা ঋদ্ধি সেন।

বরাবরই একাধিক বিষয়ে সোজাসাপটা মন্তব্য করতেই অভ্যস্ত ঋদ্ধি। পর্দায় তিনি যেমন পরিণত, ঠিক তেমনই পরিণত চিন্তাভাবনা ফুটে ওঠে তাঁর লেখনীতেও। সর্বসমক্ষেই তিনি সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কড়া ভাষায় সমালোচনা করে তিনি লেখেন, ‘ চাকরিহীন রাজ্যে জগন্নাথ ধাম বানিয়ে সেটা উদ্বোধন করতে যাওয়ার সময়ে আছে,বিজয়া সম্মিলনী,পুজো কার্নিভাল করার সময় আছে, রাতে বাংলা মেগা সিরিয়াল দেখার সময় আছে,চলচ্চিত্র উৎসবে মুম্বাইয়ের তারকাদের সাথে দেখা করার সময় আছে, বেসুরো গান গাওয়ার, মৃত শব্দের কবিতা লেখার আর সুবিধেবাদীতার রঙে ছবি আঁকার সময় আছে…’

ঋদ্ধির কথায় ভেসে ওঠে সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিচ্ছবিও। ঋদ্ধির সংযোজন, ‘স্বাস্থ্য কেন্দ্র হোক, শিক্ষা ব্যবস্থা বা বাংলা চলচ্চিত্রের সিনে ফেডারেশন,সমস্ত কর্মক্ষেত্রের শীর্ষ স্থানে চোর এবং গুন্ডাদের প্লেসমেন্ট দিয়ে তোলাবাজ রাজনীতির মার্ক শিট মনিটর করার সময় আছে। রাজ্যে শিক্ষার ভবিষ্যৎকে অতীত করে দিয়ে ডিলিট সম্মান নিতে যাওয়ার সময় আছে। টেলিসম্মান পুরস্কার বা মহানায়ক উত্তম কুমার পুরস্কার দিতে যাওয়ার সময় এবং ইচ্ছে আছে। শুধু রাজ্যের নাগরিকদের চাকরি কেড়ে নিয়ে তাদের রাগ, যন্ত্রণা এবং হতাশা বোঝার, দেখার আর শোনার সময় নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর।’

সবশেষে চাকরিহারা শিক্ষকদের যন্ত্রণার কথাও তুলে ধরেন অভিনেতা। মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে তিনি লেখেন, ‘চোর, গুঁড়া এবং পদলেহনকারী তারকাদের জন্য আছে মমতা বন্দোপাধ্যায়ের সহিষ্ণুতা। আর চাকরিহারাদের জন্য আছে পুলিশের নৃশংস আগ্রাসন, লাঠির বাড়ি। ধিক্কার মমতা বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কলকাতা পুলিশ l আপনারা ভীত কারণ আপনাদের পতনের সময় আসন্ন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *