অনুশীলন শুরু করে দিলেন বিরাট, চাপে পড়ল কেকেআর

0

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ছুটেছিলেন বৃন্দাবন। এরপর ফের স্বমহিমায় মাঠে ফিরলেন কিং কোহলি। আইপিএলের বাকি অংশ খেলতে সটান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে হাজির তিনি। এখনও তাঁর অধরা রয়ে গেছে এই আইপিএল ট্রফি। কেরিয়ারের শেষলগ্নে এসে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, একবার অন্তত এই ট্রফি ছুঁতে। টেস্টে অবসরের পর প্রথমবার মাঠে নামবেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ককে শ্রদ্ধা ও সম্মান জানাতে আরসিবি সমর্থকরা সব দর্শকদের আহ্বান জানিয়েছেন পরবর্তী হোম ম্যাচে সাদা পোশাক পরে মাঠে আসার জন্য।

কোহলির মুখে অবশ্য অবসরের কোনও ছাপ নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে নেট সেশনে ব্যাট করছেন নিজের চেনা ছন্দেই। শনিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সরাসরি প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ দিয়েই শুরু হবে শেষভাগের আইপিএল। বিদেশিদের মধ্যে জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন এবং ফিল সল্টও বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন। প্লে অফের জটিল দরজা খুলতে প্রস্তুতি চলছে কলকাতা নাইট রাইডার্সেরও। এরমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই বিদেশি তারকা টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। তবে কেকেআর দ্বিতীয় পর্বে বেশ ধাক্কা খেয়েছে। দুই ক্যারিবিয়ান তারকাই যোগ দিয়েছেন কেকেআরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন দলে যোগ দিয়েছেন। তবে ইংল্যান্ডের মঈন আলি ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকে পাবে না আর কেকেআর।

ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে গেলেন মইন আলি। কেকেআর-এর হয়ে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন তিনি। আরেক নাইট রভম্যান পাওয়েলও সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। জানা গেছে, তাঁর চোট।
এদিকে ঘোর সমস্যায় আইপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজি দল। দ্বিতীয় দফার আইপিএলে মূল সমস্যা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে। এই দুটি দলই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে। সূত্রের খবর, আগামী ২৬ মে’র মধ্যে দক্ষিণ আফ্রিকার সমস্ত ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে বলে দলগুলিকে নির্দেশ দিয়েছে বোর্ড। অর্থাৎ প্লে অফে খেলতে পারবেন না কাগিসো রাবাডা, মার্কো জানসেনের মতো তারকারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *