গার্হস্থ্য হিংসা, স্বামীর একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ের ১৫ বছর পর ছাদ আলাদা করলেন স্বর্ণকমল

0

এনটারটেইনমেন্ট ডেস্ক: মাত্র দেড় মাসের আলাপে বিয়ে করেছিলেন। তারপরেই এই নির্মম পরিণতি। স্বামীর একাধিক বিবাহবহির্ভুত সম্পর্ক, একইসঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচার।এইভাবেই কাটিয়ে ফেললেন দাম্পত্যের ১৫ টা বছর। বিবাহের যে এমন পরিণতি হবে, তা হয় তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী স্বর্ণকমল দত্ত।

স্বামীর নাম সুদীপ্ত ঘটক। যদিও দু’জনের ছাদ আলাদা হয়েছে অনেক আগেই। এমনকি এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও করেছেন অভিনেত্রী। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আডিশন। না, অস্বীকার করেননি তিনি। বরং উগরে দিলেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ।

অভিনেত্রীর দাবি, “বিয়ের প্রথম দিন থেকেই গার্হস্থ্য হিংসার শিকার হয়েছি। আমার মান-সম্মান নষ্ট করার চেষ্টা করতেন আমার স্বামী। আমার এবং আমার বাবার থেকে অনেক টাকা নিয়েছেন এত বছরে। এ ছাড়াও বিয়ের পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, অকথ্য ভাষায় গালিগালাজ- এই সব দীর্ঘদিন সহ্য করার পরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়। আমি কাউকে জানতে দিইনি।”

অভিনেত্রী জানান, এত কিছুর পরেও এত বছরের সংসার শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন টিকিয়ে রাখার।
স্বর্ণকমল বলেন, “আমি খুব চেষ্টা করেছিলাম মানিয়ে নেওয়ার। কিন্তু ওই মানুষটার সঙ্গে একটানা ১৫টা বছর কোনওদিনই কাটাতে পারিনি। বাবার ফ্ল্যাট কিনে দেওয়ার আগে অনেক কষ্টে থাকতাম ওর সঙ্গে। এক ছাদের তলায় থাকলেও স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল না আমাদের। আমি শুধু ভাঙতে দেব না বলে চেষ্টা করতাম মানিয়ে নেওয়ার।”

অভিনেত্রী জানান, এই মুহূর্তে এক স্বনামধন্য চ্যানেলের এক কর্মীর সঙ্গেই সম্পর্কে রয়েছেন তাঁর স্বামী।

এক কন্যাসন্তানের মা স্বর্ণকমল। মেয়ে দশম শ্রেণীতে পাঠরতা। দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন মেয়ের কারণেই। মায়ের সঙ্গেই থাকে সে। বাবার সঙ্গে যোগাযোগ আছে? অভিনেত্রী বলেন, “না, বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই। তিনিও আমার সন্তানের খোঁজ নেন না। আর ছোট থেকে ও যা যা চোখে দেখে এসেছে, তাতে আমার মেয়ের, ওর বাবার প্রতি কোনও সহানুভূতি নেই।”

তিনি বলেন, “আমার একটাই চাওয়া, মেয়ে ভালভাবে বড় হোক। এত বছর পার করে এসে নতুন করে কিছু চাহিদা নেই আমার।”

তিনি জানান, আর নতুন করে কোনও সম্পর্কে পা বাড়াতে রাজি নন তিনি। বরং নিজের কাজকেই বেছে নিয়েছেন নতুন করে। তাঁকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *