দীর্ঘদিন কাজ থেকে দূরে, মদ্যপানে আসক্ত, রিনার সঙ্গে বিচ্ছেদের পরই যেন ‘দেবদাস’ আমির!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৬০ বছর বয়সে এসে নতুন করে প্রেমে পড়লেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্কে দাটল ধরেনি আমির খানের। সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি অভিনেতা। খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতে। এমনকি শোনা যায়, রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন সেই সময়ে। যদিও একসঙ্গে পথচলা হয়নি বেশিদূর। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। আর সেই সময়তেই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন আমির।
রিনার সঙ্গে বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। তিনি নিজেই জানান, প্রথম বিবাহবিচ্ছেদের পর বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদ্যপান, দীর্ঘদিন কাজ থেকে দূরে, বলিউডের ‘চকলেট বয়’ তখন কোথায়?
আমির বলেন, “রিনা আর আমি আলাদা হয়ে যাওয়ার পর প্রায় ২-৩ বছর আমি যন্ত্রণা ভোগ করেছি। কোনও কাজ করতাম না, বাড়িতে একা থাকতাম। প্রথম এক বছর প্রচুর মদ্যপান করেছি।” অথচ এক সময়ে নাকি মদ ছুঁয়েই দেখতেন না অভিনেতা। তিনি বলেন, “বিচ্ছেদের পর আমি বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখত না, সে এক একদিনে এক এক বোতল মদ শেষ করে ফেলত। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম।”