‘আমি, শাহরুখ, সলমনই শেষ তারকা নই, মানুষ ভুলে যাবে আমাদের’ কেন এমন উপলব্ধি আমিরের?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আমির, শাহরুখ এবং সলমন, এই তিন ‘খান’কে ছাড়া বলিউড যেন কল্পনাও করা যায় না। যদিও আমির মনে করেন, একটা সময় এমন আসবে যখন তাঁদের মধ্যে কাউকেই মনে রাখবেন না দর্শক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তিনি। হঠাৎ কেন এমন উপলব্ধি অভিনেতার?

এই তিন অভিনেতাকে ঘিরে দর্শকদের উন্মাদনার অন্ত নেই। অনুরাগীদের মতে, তাঁরাই যেন বলিউডের ‘শেষ নক্ষত্র’। এমন মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন না আমির। অভিনেতার মতে, “প্রতিটা প্রজন্ম, তার আগের প্রজন্মের থেকে আরও ভাল। ওদের অভিজ্ঞতা থাকে। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরাও এক সময়ে বড় তারকা হয়ে উঠবে।” আমির বলেন, “আমার মনে হয় না যে আমাদের পর আর কোনও বড় তারকা আসবে না। আমরাই যে শেষ নক্ষত্র, এমনটা মনে করি না আমি।”

এমনকি আমিরের কথায়, “একটা সময়ে আমাদেরকেও ভুলে যাবে সকলে। হাতে গোনা তারকাদের মধ্যেও আমরা আসব না। মানুষ ভুলে যায়। প্রজন্ম চলতে থাকে। এটাই তো নিয়ম।”

তিন খানকে কি পর্দায় দেখা যাবে ভবিষ্যতে? কথা প্রসঙ্গে সেই প্রশ্নেরও উত্তর দেন আমির। অভিনেতা বলেন, “আমরা শুধু ভাল চিত্রনাট্যের অপেক্ষায় আছি।” পাশাপাশি রসিকতার ছলেও তিনি বলেন, “ছবিটা যদি বাজেও হয়, তবুও দর্শকদের উন্মাদনা থাকবে শুধুমাত্র আমাকে, শাহরুখকে এবং সলমনকে একই পর্দায় দেখার জন্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *