‘কার্তিকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি’, অভিনেতার সঙ্গে নিজের কী মিল পেলেন শত্রুঘ্ন?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’জন দুই প্রজন্মের অভিনেতা। দর্শকমহলে উভয়ই বেশ চর্চিত। তবে কার্তিক আরিয়ানের মধ্যে নাকি নিজেকে খুঁজে পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা ফাঁস করেছেন তিনি নিজেই। সহজভাবেই অভিনেতার স্বীকারোক্তি, “আমি তো ওর মতোই ছিলাম।”

কার্তিকের অভিনয় এবং কাজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা তথা সাংসদ। পাশাপাশি তাঁর মতো কার্তিকও যে বহিরাগত। মাথায় কোনও বড় ছাদ না থাকার পরেও তিনি যেভাবে বলিউডে জমি শক্ত করেছেন, তা দেখেই মুগ্ধ বর্ষীয়ান অভিনেতা। শত্রুঘ্ন বলেন, “আমিও বলিউডের অন্দরের কেউ নই। পারিবারিক কোনও ঐতিহ্য আমার ছিল না। তার পরেও কেবল নিজের অভিনয়ের প্রতিভার জোরে বলিউডে পসার জমিয়েছি।”

এই প্রসঙ্গে তিনি টেনে আনেন ‘বিগ-বি’ অমিতাভ বচ্চনের কথাও। তিনি বলেন, “অমিতাভ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থেকে সুপারিশপত্র এনেছিলেন। আমার কাছে তো এমন কিছুই ছিল না। কারণ, আমি কাউকে চিনতাম না। এমনকি সেই সময়ের নায়কদের মতো ফর্সা, সুপুরুষও ছিলাম না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *