ছবি বয়কটের ডাক উঠতেই পদক্ষেপ আমিরের, পাল্টালেন সংস্থার প্রোফাইল পিকচার

0

পহেলগাঁও জঙ্গি হামলা থেকে শুরু করে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ উত্তাল করেছে গোটা বিশ্বকে। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চাপান উতর নিয়ে মুখ খুলেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও।

তবে বলি তারকাদের অনেককেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। সেই নিয়েই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। অনেক ক্ষেত্রে সেইসব অভিনেতা-অভিনেত্রীর ছবি বয়কটেরও ডাক দিয়েছেন অনেকেই।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে আমির খানের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘সিতারে জামিন পার’ যে ছবি ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে তবে দেশের সবথেকে কঠিন সময় আমির নীরব থাকার জন্য অনেকেই এই নতুন ছবিকে বয়কটের করার ডাক দিয়েছে।

ছবি বয়কটের ডাক আসতেই নড়ে চড়ে বসল আমিরের প্রযোজনা সংস্থা। নিজেদের সমাজ মাধ্যমের ডিসপ্লে ছবিতে ভারতের পতাকার ছবি দিতে দেখা যায় তাদের। নেটিজেনদের মতে ছবি বয়কট করার আরজি রুখতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত।

এই ঘটনার জেরে সমাজ মাধ্যম দু’ভাগে বিভক্ত হয়েছে। কিছু জনের মতে অনেক সময়ই বলিউড অভিনেতা অভিনেত্রীদের ভারতীয় সেনার পাশে দাঁড়াতে দেখা যায়। আমির খান এবং তাঁর প্রযোজনা সংস্থাকেও অনেকবার দেখা গেছে। শুধু এই একটি ঘটনার জেরে ছবি বয়কট করার পক্ষে নেই অনেকেই। অন্যদিকে অনেকেই ক্ষুব্ধ বলিউডের নীরব থাকা নিয়ে।

কিছুজনের মতে আমির যেদিন ‘অপারেশন সিঁদুর’ হয়েছিল সেদিনই নিজের সমাজ মাধ্যমে ভারতীয় সেনার হয়ে কথা বলেছিলেন, তাই তাঁকে অকারণে কোণঠাসা করা হচ্ছে। জানা গেছে এবিপি নিউজের একটি অনুষ্ঠানে গিয়েও পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মুখ খুলেছিলেন ‘লাগান’ খ্যাত অভিনেতা। তিনি বলেছিলেন, ‘নরেন্দ্র মোদির উপরেই পুরোটা ছেড়ে দেওয়া উচিত, উনি দেশের প্রধানমন্ত্রী আমার ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি মনে করি পহেলগাঁও জঙ্গি হামলার জবাব ভারতীয় সেনা ঠিক দেবে।’

সমাজ মাধ্যমে পোস্ট করা ছবিতে অনেকেই অনেক রকম মন্তব্য জানিয়েছে একজন লিখেছেন, ‘কী লাভ এই ‘ড্যামেজ কন্ট্রোল’ দিয়ে, তাতে কি কেউ বয়কট তুলে নেবে?’। আবার অনেকের মতে,’অকারণে অভিনেতাকে আক্রমণ করা হচ্ছে এর কোন মানেই হয় না এর আগেও অনেকবার তিনি ভারতীয় সেনার হয়ে কথা বলেছেন। এইবার ও বলেছেন তবে অনেকেরই চোখে পড়েনি সেটা।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *