বাংলার ক্রিকেটার অভিমন্যুই ইংল্যান্ডে দেবেন নেতৃত্ব, ভারতীয় এ দলে বাংলার ৩

0




বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ইংল্যান্ড সফরে খেলতে নামবে ভারতীয় ‘এ’ দল।ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ভারত এ-দলের ২ ম্যাচের সিরিজ রয়েছে। যার নেতৃত্ব দেবেন অভিমন্যু। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের জন্য ভারতীয় দলে ছিলেন অভিমন্যু।অভিমন্যু ঈশ্বরণ, ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত ১০১ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটসম্যান ৭৬৭৪ রান করেছেন। আইপিএলে অবশ্য কোনও দলের হয়েই খেলেন না তিনি। দলের সহ-অধিনায়ক ধ্রুব জুরেল। এই সিরিজে যাঁরা ভালো খেলবেন, তাঁদের অনেকেই সিনিয়র টিমে সুযোগ পেতে পারেন। মোট ১৮ জন আছেন এই দলে। এ’ দলে ডাক পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে আছেন ঈশান কিষাণ। যিনি গতবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। আছেন ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরর্ম করা করুণ নায়ারও। ২০১৭ সালের পর টেস্ট দলে সুযোগ না পাওয়া করুণের কাছে আরও একবার প্রমাণ করার সুযোগ। এই দলেই রয়েছেন বাংলার ক্রিকেটার আকাশ দীপ, মুকেশ কুমারও। দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডি, সরফরাজ় খানে মতো ক্রিকেটাররাও। উল্লেখযোগ্যদের মধ্যে রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে।


একনজরে দেখে নিন ভারতীয় ‘এ’ দল –

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, সরফরাজ় খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার, মানব সুথার, তনুষ কোটিয়ান, আকাশ দীপ, হর্ষিত রানা, খলিল আহমেদ, হর্ষ দুবে ও অনশুল কম্বোজ। বিসিসিআইয়ের মিডিয়া বিবৃতি অনুযায়ী, শুভমন গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবে। দুটো ম্যাচ যথাক্রমে ৩০ মে এবং ৬ জুন। ক্যান্টারবারি এবং নরদাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারতীয় এ দল। শেষ ম্যাচ ভারতীয় সিনিয়র দলের বিরুদ্ধে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *