অতিথি সেজে দিল্লির বিলাসবহুল হোটেলে ‘ফ্রি ব্রেকফাস্ট’ নেটপ্রভাবীর, ধরা পড়তেই…

0

ট্রেন্ডিং: বিলাসবহুল হোটেলে বসে হরেক রকম পদ উপভোগ করতে কার না মন চায়! উপরন্তু সেটা যদি হয় সম্পূর্ণ বিনামূল্যে! এই লোভনীয় এই সুযোগ ঠেকাতে পারেননি দিল্লির এক জনপ্রিয় নেটপ্রভাবীও। তবে মজার বিষয় হল, তিনি কিন্তু সেই হোটেলের কোনও অতিথি ছিলেন না। শুধুমাত্র অতিথি সাজার ছলনা করছিলেন সকলের সামনে। কিন্তু তারপরেই ঘটল বিপত্তি!

সমাজমাধ্যমে বেশ পরিচিত নাম নিশু তিওয়ারি। নেটপ্রভাবীদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি দিল্লির একটি পাঁচ তাঁরা হোটেলে গিয়ে কৌশল ফেঁদেছিলেন বিনা নিমন্ত্রণ বা কোনও অর্থ না দিয়েই বিলাসবহুল ব্রেকফাস্ট উপভোগ করার। একটি নকল রুম নম্বর দেখিয়ে একেবারে ক্যাজুয়াল লুকে, রাতপোশাক পরেই গিয়েছিলেন খাবার পরিবেশনের জায়গায়। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু ব্রেকফাস্টের জায়গায় নিশু তিওয়ারির দলের এক সদস্যের নিজের ফোন ফেলে রেখে আসাই হল কাল। তিওয়ারির দেওয়া ভুয়ো রুম নম্বরে যোগাযোগ করতেই সবটাই স্পষ্ট হয়ে যায় হোটেলের কর্মীদের কাছে। ওই নেটপ্রভাবীকে কড়ায়গণ্ডায় মেটাতে হয় মাশুল। ‘ফ্রি ব্রেকফাস্ট’-এর জন্য প্রায় ৩৬০০ টাকা দিতে হয় তাঁকে।

পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “হোটেলের কর্মীরাও বুঝতে পারেনি তাঁদের সঙ্গে এমন মশকরা করা হবে। তাঁরাও হাসছিলেন আমাদের সঙ্গে।”

নিশু তিওয়ারির মতে, এই পুরো বিষয়টিই তাঁর কন্টেন্টের একটি অংশ ছিল। এই প্রথম নয়, তাঁর ‘আনএথিক্যাল লাইফ হ্যাকস’ নামক একটি সিরিজে এমন একাধিক কাণ্ডকারখানার কথা তুলে ধরেন তিনি। এর আগেও অন্য একটি পাঁচতাঁরা হোটেলে অতিথি সেজে ঢুকেছিলেন। সেখানেও ভুয়ো রুম নম্বর দিয়েছিলেন তাঁরা। এমনকি নিজের সঙ্গে একটি স্নানপোশাকও সঙ্গে নিয়েছিলেন সকলকে বোকা বানাবেন বলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *