বলপূর্বক গাড়ি থেকে রশ্মিকে টেনে নামালেন সলমন! কেন?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়সের ব্যবধান ৩১ বছরের। ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় তাঁরাই। কথা হচ্ছে সলমন খান এবং রশ্মিকা মন্দনাকে নিয়ে। এ বছরের ইদে ‘সিকন্দর’ ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। সেই ছবিরই প্রচার অনুষ্ঠানে এসে প্রকাশ্যে অভিনেত্রীর হাত ধরে টানাটানি করলেন তিনি। আলোচনা-সমালোচনা মিলিয়ে এই মুহূর্তে সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে ভিডিয়ো।

বিষয়টি খোলসা করেই বলা যাক। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছবির প্রচারের পর রশ্মিকাকে সঙ্গে নিয়ে ছবিশিকারিদের সামনে পোজ দিচ্ছিলেন সলমন। ছবি তোলা শেষ হতেই গাড়িতে উঠে বসেন নায়িকা। সেই সময়েতেই প্যাপারাজ্জিদের আবদার, আরও কয়েকটি পোজ!

\চিত্রগ্রাহকদের আর ফিরিয়ে দিতে পারেননি সলমন। গাড়িতে উঠে পড়া রশ্মিকার হাত ধরে হিড়হিড় করে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলেন তিনি। বিরক্ত না হয়েই হাসি মুখে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী। প্রথম থেকেই ছবির কাস্টিং নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উপরন্তু এই ভিডিয়ো ভাইরাল হতেই আবারও শুরু হল নানা মন্তব্যের বন্যা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *