কোনটা কে চেনাই দায়! দোলের ছুটিতে চুটিয়ে রঙ খেললেন রাহানে থেকে রিঙ্কু

0


কোনটা রিঙ্কু, কোনটা  রাহানে, কেই বা ভেঙ্কটেশ আইয়ার। চেনাই যেন দায়! সব রঙ মেখে ভূত! কেকেআর দল কলকাতায় অনুশীলন শুরু করে দিয়েছে। তবে দোলের দিনটা ছিল স্পেশাল। জমিয়ে চলল রঙ খেলা। এক-একজন তো এমন রঙ মেখেছেন একঝটকায় চেনাই দায়। কেকেআর ক্যাপ্টেন তো আবার এককদম এগিয়ে। একেবারে কমান্ডারের মতোই রীতিমতো বন্দুক নিয়ে ঘুরলেন। যাকে সামনে পেয়েছেন তাকেই বন্দুকের রঙে রাঙিয়ে দিয়েছেন। উৎসবে শামিল বিদেশি ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরাও। কেউ হাতে আবির, কেউ তুলে নিয়েছেন রঙের পিচকিরি।দুপুরে রিঙ্কু থেকে ভেঙ্কটেশ, অঙ্গকৃষ থেকে অজিঙ্ক- সকলেই একে অপরকে রাঙিয়ে দিলেন রংবেরংয়ের আবিরে।

এমনকি, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও এদিন দলের সঙ্গে রঙের খেলায় মেতে উঠলেন। অজিঙ্কা রাহানেকে আবির মাখিয়ে দিতে দেখা যায় চন্দ্রকান্ত পণ্ডিতকে। রাহানে, রিঙ্কু সিংরা মাতলেন গুলাল গান নিয়ে। জমিয়ে নাচলেন রিঙ্কু। ঢাক-ঢোলের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় রিঙ্কুকে। ছিল রং ভরা বেলুনও।


অনুশীলনের মাঝে মন ভরে ছুটি উপভোগ করলেন রাহানেরা। দোলের দিন যখন গোটা কলকাতা সম্প্রীতির রঙে সেজে উঠেছিল, তখন কেকেআর শিবিরেও একটা ফুরফুরে পরিবেশ তৈরি হয়েছিল। তবে কেকেআরের হোলির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। ছবি পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমেই। ছবিতে অবশ্য সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের। রং খেলার শেষে সুইমিং পুলেও সময় কাটান অনেকে।
উল্লেখ্য ২২ মার্চ ১৮তম আইপিএলের উদ্বোধন। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে প্রতিপক্ষ  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার কেকেআরের ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছে অজিঙ্ক রাহানের কাঁধে। তিনি ট্রফি ধরে রাখতে পারেন কিনা তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *