উত্তপ্ত পরিস্থিতিতে বামপন্থীদের উদ্দেশে কটাক্ষ শিবপ্রসাদের! বিতর্ক বাড়তেই পদক্ষেপ ‘উইন্ডোজ’-এর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও হামলার পর দেশ আবার স্বাভাবিক ছন্দে ফিরলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। এমন আবহে চতুর্দিকে রাজনৈতিক মতাদর্শের ছড়াছড়ি। সবমিলিয়েই  সরগরম সোশাল মিডিয়া। এমন পরিস্থিতিতে বিতর্কের কেন্দ্রে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রীতিমতো ভুয়ো পোস্টের গেরোয় পড়েছেন তিনি।

পরিচালকের নাম করে আচমকাই ভাইরাল হয়েছে বামপন্থীদের উদ্দেশে কটাক্ষে ভরা এক পোস্ট। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, ‘বামেরা সমাজের ঘুণ পোকা’। পাশাপাশি আরও নানান বক্তব্য। একের পর এক শেয়ার সমাজমাধ্যমে। কেউ সহমত পোষণ করেছেন তো কেউ না বুঝেই বিঁধেছেন পরিচালককে। বিতর্ক বাড়তেই পদক্ষেপ ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার।

সংস্থার তরফে ওই ভাইরাল পোস্টের স্ক্রিনশট শেয়ার করে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে সাফ লেখা- “শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে একটি পোস্ট দেদার শেয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে। যেটি সর্বৈব ভুয়ো এবং ভিত্তিহীন। উনি এরকম কোনও পোস্টই করেননি। কিছু ব্যক্তি নিজস্ব স্বার্থচরিত করার জন্য শিবপ্রসাদের নাম ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে। সকলের কাছে আমাদের অনুরোধ, এই পোস্টের ফাঁদে পা দিয়ে শেয়ার করবেন না। কোনও পোস্ট শেয়ার করার আগে যাচাই করে নিন। আমাদের সকলের একটু দায়িত্বশীল হওয়া প্রয়োজন।” টিমের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্য শিবপ্রসাদের নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *