হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে এআর রহমান, এখন কেমন আছেন সঙ্গীত পরিচালক?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হঠাৎই বুকে ব্যথা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এআর রহমানকে। সাতসকালে এমন খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। কেমন আছেন এখন তিনি? কীভাবেই বা অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীত পরিচালক?

সর্বশেষ খবর অনুযায়ী, আপাতত বিপন্মুক্ত রহমান। চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। প্রথমে জানা যায়, বিদেশ থেকে ফিরেই ঘাড়ে ব্যথার কারণে শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন রহমান। পরে খবর মেলে, সম্ভবত জল বিয়োজনের (ডিহাইড্রেশন) কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এই একই কথা বলেছেন তাঁর পুত্রও। একেই রমজানের মাস। তার মধ্যে উপবাস। অনুমান করা হচ্ছে, এই সব কিছুই দায়ী গায়কের শারীরিক অসুস্থতার নেপথ্যে। উপরন্তু, শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন তিনি। তখনই বুঝতে পেরেছিলেন রহমান যে তাঁর শরীর সঙ্গ দিচ্ছে না।

যদিও এখন অনেকটাই স্বাভাবিক হয়েছেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনেই আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন সঙ্গীত পরিচালক আপাতত বিপন্মুক্ত, শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন।’ অন্যদিকে ইনস্টাগ্রামেও সকলকে আশ্বস্ত করে রহমান-পুত্র লেখেন, ‘আপনাদের ভালবাসা এবং সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ। জল বিয়োজনের কারণেই বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি এবং রুটিন চেকআপও করিয়েছি। এখন অনেকটাই সুস্থ তিনি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *