শ্রীলেখার ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন! অভিনেত্রী বললেন, ‘রাইমা, তোমার মাকে কেড়ে নিলাম’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন। ভিডিয়ো করতে ব্যস্ত শ্রীলেখা মিত্র। না, কোনও ছবির দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমনটা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি না করে থাকতে পারেননি অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন শ্রীলেখা।
‘আমার ঘর গুছিয়ে দিচ্ছেন সুচিত্রা সেনের মেয়ে!’ নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছেন না নায়িকা। অন্যদিকে খাটের পাশের টেবিলে রাখা জলের বোতলগুলি গুছিয়ে রাখতে ব্যস্ত মহানায়িকার কন্যা। পরনে ছাই রঙের ফুলছাপ শাড়ি ও হাতকাটা ব্লাউজ। ভিডিয়ো করতে করতে শ্রীলেখা বললেন, “সবাই দেখুন কে আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! এই ভদ্রমহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছেন। কোনও মানে হয়! আমি অবশ্য গোছাতেও দিচ্ছি। ভিডিয়ো করছি, তবু গোছাতে নিষেধ করছি না।” সেই মুহূর্তেই মুনমুনকে বলতে শোনা যায়, “আমি পেটিকোট খুঁজে পাচ্ছি না।”
শুধু ঘরের জিনিসপত্রই নয়, তিনি গুছিয়ে দেন শ্রীলেখার স্যুটকেসও। সেই সঙ্গেই নানা কথোপকথন। স্যুটকেসে থাকা জিনিস নিয়ে নানা জিজ্ঞাসা। শ্রীলেখা বলেন, “কী মিষ্টি মহিলা! আমার লজ্জা করছে।” সবশেষে বলেন, “এ আবার থামো তো!” ভিডিয়োটি পোস্ট করে শ্রীলেখা মজা করেই লেখেন, ‘রাইমা, তোমার মাকে কেড়ে নিলাম।’