‘আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না’ রহমানের অসুস্থতার মাঝেই কেন ক্ষুব্ধ সাইরা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন এআর রহমান। কিছু মাস আগেই বিবাহবিচ্ছেদের ইচ্ছে প্রকাশ করে বিবৃতি দেন সুরকারের স্ত্রী সায়রা বানু। সময়ের সঙ্গে সঙ্গে থিতু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়াও। রবিবার নতুন করে শিরোনামে সঙ্গীত পরিচালক। এ দিন সকালে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় রহমানকে। যদিও আপাতত সুস্থ আছেন তিনি। তাঁর সুস্থতা কামনা করেছেন স্ত্রী সায়রা বানুও। কিন্তু সেই সঙ্গে পেশ করলেন এক বিশেষ আর্জিও।
তাঁকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে ঘোর আপত্তি রয়েছে সাইরার। তাঁর কথায়, আইনিভাবে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তাঁদের। সাইরা বলেন, “আমি সকলকে বলতে চাই আমি ওঁর ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভাল নেই। আমি চাই না এর প্রভাব ওঁর উপর পড়ুক, কোনও ধরণের বাড়তি চিন্তা চাপুক ওঁর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওঁর যত্ন নিতে, যতটা সম্ভব চাপ মুক্ত থাকুন।”
সেই সঙ্গে স্বামীর দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কৃপায় এখন ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই।”