ভারতে নিরাপদ নন সংখ্যালঘুরা? নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কী বললেন জন আব্রাহাম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতে সংখ্যালঘুদের অবস্থানটা ঠিক কোথায়, তা নিয়ে আলোচনা বিস্তর। তিনিও এ দেশে সংখ্যালঘু। বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থী। কিন্তু তাঁর কখনও মনে হয়নি যে তিনি এই দেশে নিরাপদ নন। কথা হচ্ছে বলিউড অভিনেতা জন আব্রাহামকে নিয়ে। তাঁর মতে ভারতেই তিনি সবচেয়ে নিরাপদ বোধ করেন।

জন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি একজন অভিনেতা। তাই লোকে হয়তো বলবে, অভিনেতা বলেই আমি নিরাপদ বোধ করি। অভিনয় ছাড়াও অন্য কারণও থাকে, যার জন্য মানুষ পছন্দ বা অপছন্দ করে। আমি তো সংখ্যালঘু। বাবা সিরিয়ার খ্রিস্টান, মা জরথ্রুস্টপন্থী। কিন্তু আমি অন্য কোথাও এর চেয়ে নিরাপদ বোধ করিনি।”

এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, “আমি আমার দেশকে ভালবাসি। আমি এখানে নিরাপদ বোধ করি। সংখ্যালঘুরা যে এখানে নিরাপদ, তার জীবন্ত উদাহরণ আমি। সম্ভবত আমি যে সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে কারও কোনও সমস্যা নেই। পার্সিদের সঙ্গে আর কাদেরই বা সমস্যা হবে! আমি ভারতীয় বলে গর্ববোধ করি। আমার চেয়ে ভারতীয় বোধহয় আর কেউ নেই। কোথাও গেলেই আমার ভারতীয় পতাকা কাঁধে করে নিয়ে যেতে ইচ্ছে করে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *