শরীরে মারণরোগের থাবা, কেমোথেরাপির পর শরীরে কী কী পরিবর্তন লক্ষ করলেন হিনা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। চলছে কেমোথেরাপি। মাথার চুল উঠে যাওয়া থেকে শুরু করে চোখের পাতা খসে পড়া, সবকিছুই প্রত্যক্ষ করে ফেলেছেন অভিনেত্রী হিনা খান। এ বার নতুন করে শারীরিক পরিবর্তন। কেমোথেরাপির পর নখ শুষ্ক, বিবর্ণ হয়ে গিয়েছে অভিনেত্রীর। তিনি জানান, মাঝেমধ্যে নিজে থেকেই নখ উঠে যায় তাঁর।
মারণরোগে আক্রান্ত হলেও থেমে থাকেনি কাজ। কাজের স্বার্থে বরাবরই পরিপাটি হয়ে অনুরাগীদের সামনে ধরা দেওয়ার চেষ্টা করেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু হিনার কাছে অনেকেরই নাকি প্রশ্ন, তিনি নেলপলিশ পরেন না কেন? খুব সহজভাবেই তাঁর উত্তর দিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘অনেকেই আমার নখের কথা জিজ্ঞাসা করছেন, আমার আবাসনের কিছু প্রতিবেশীও রয়েছেন এই তালিকায়। আমি কেন নেলপলিশ ব্যবহার করি না? আমি কী ভাবে নেলপলিশ পরে নামাজ পড়ব? এমন নানা প্রশ্ন। একটু মাথা ব্যবহার করুন।’
তিনি আরও লেখেন, ‘কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হল নখের বিবর্ণতা। আমার নখ ভঙ্গুর, শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মাঝে নখ আপনা থেকেই উঠে আসে। কিন্তু ভাল দিকটা কী জান, এই সবই সাময়িক। আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’