‘দারুণ সময় কাটাচ্ছি’, ৫৭ বছর বয়সে পিতৃত্ব নিয়ে সিলমোহর বসালেন খোদ আরবাজ খান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার যে কোনও নির্দিষ্ট বয়স নেই তা আগেই বুঝিয়ে দিয়েছেন বলি তারকারা। নিজের ৬০তম জন্মদিনে নতুন করে প্রেমের পড়ার কথা স্বীকার করেছেন আমির খান। অন্য দিকে ৫৭ বছর বয়সে বাবা হতে চলেছেন আরবাজ খান। বহু দিন জল্পনার পরে জানা গিয়েছিল, মা হতে চলেছেন সুরা খান। এ বার অবশেষে ‘জল্পনা’র অবসান। খবরে সিলমোহর বসালেন আরবাজ নিজেই।

এর আগে ছবিশিকারিদের ক্যামেরায় প্রথম ধরা পড়েছিল সুরা খানের স্ফীতোদর। যদিও এই প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন তারকাদম্পতি। তারপর বহুবারই এই প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে গিয়েছেন আরবাজ। এ দিন আর এড়ালেন না। বরং সরাসরিই বলে দিলেন, “যে খবর রটেছে, তা আমি অস্বীকার করছি না। আমার পরিবার সবই জানে। বাইরের সকলেও এক না একদিন সবটা জানতেই পারত। ঠিক আছে, কোনও ব্যাপার না।”

রাখঢাক না করেই অভিনেতা বলেন, “আমাদের দু’জনের কাছেই এটা একটা দারুণ সময়। আমি আর সুরা, দুজনেই ভীষণ আনন্দিত এবং উত্তেজিত। আমরা এক নতুন প্রাণকে আমাদের জীবনে স্বাগত জানাতে চলেছি।”

কেমন এই অনুভূতি? আরবাজ বলেন, “আমার জন্য এটা একটা তরতাজা অনুভূতি। নতুন করে বাবা হওয়ার আনন্দ উপভোগ করব। আনন্দের অনুভূতি তো রয়েছেই। সেই সঙ্গে রয়েছে দায়িত্বও। দারুণ লাগছে বিষয়টা।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *