বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা সহ কোন কোন দেশের খেলা নিশ্চিত, জেনে নিন –

0



২০২৬ সাল। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ট্রফির জন্য ৪৮ দলের লড়াই। একবছর আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলল পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। আজেন্টিনা আগেই নিশ্চিত করেছে।৬টি কনফেডারেশন থেকে ৪৮টি দলকে বাছাই করা হবে। এর মধ্যে কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) থেকে তিন আয়োজক ও বাছাই পর্ব থেকে ৩টি সহ মোট ৬টি দল খেলবে বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা তথা কনমেবল থেকে সরাসরি খেলার সুযোগ পাবে ৬টি দল। এশিয়ান কনফেডারেশন (এএফসি) থেকে বিশ্বকাপে খেলবে মোট ৮টি দেশ। আফ্রিকান কনফেডারেশন (সিএএফ) থেকে খেলবে ৯টি দেশ। ইউরোপ (উয়েফা) থেকে খেলবে ১৬টি দেশ এবং ওশেনিয়ান (ওএফসি) থেকে খেলবে ১টি দেশ। ২টি দেশ খেলবে ইন্টার কন্টিনেন্টাল (আন্তঃমহাদেশীয়) প্লে-অফ থেকে।
বিশ্বকাপে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন আয়োজক দেশ বাদে ২০২৬ বিশ্বকাপ খেলা প্রথম নিশ্চিত করে এশিয়ার দেশ জাপান। এশিয়া থেকে ২০২৬ বিশ্বকাপ খেলবে ৯টি দল। এর ৬টি সরাসরি আর তিনটি প্লে-অফ থেকে। এর মধ্যে চমক দেখিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডন। এছাড়াও খেলবে ইরান, অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া।সৌদি আরব, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ইরাক ও ওমানের মধ্যে থেকে বাকি তিন দল খেলবে এশিয়া গ্রুপ থেকে বিশ্বকাপ।এর পাশাপাশিই বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছে  ওশেনিয়ান গ্রুপ থেকে নিউজিল্যান্ডেরও।


লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১৬তম রাউন্ডে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় ব্রাজিল। ঘরের মাঠে ম্যাচের একমাত্র গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে শুরু থেকে প্রতিবারই অংশগ্রহণ করে সেলেকাওরা।নতুন কোচ কার্লো আন্সেলোত্তির কোচিংয়ে ব্রাজিলের প্রথম জয় এটা। বিশ্বকাপে সুযোগ পেয়ে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এখন সময় কোয়ালিফাই করার উপলক্ষ সেলিব্রেশন করার।’ একই দিনে লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর। বাছাইপর্বে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইকুয়েডর। এর মাধ্যম পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে এই দল। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দশজনের দল নিয়ে আর্জেন্টিনার এমন ড্র-কে মান বাঁচানোই বলতে হয়। ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে যায় আলবিসেলেস্তেরা। ৭৭ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এর মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় আরাধ্য গোলটা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ড্র এনে দেন থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *