১৩টি সেলাই! হাসপাতালের শয্যাশায়ী ভাগ্যশ্রী, বন্ধ দু’চোখ, কী হয়েছে অভিনেত্রীর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বন্ধ দু’চোখ। হাসপাতালের বিছানায় জ্ঞানহীনভাবে শুয়ে রয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। হাতে লাগানো নল। হঠাৎ কী হল তাঁর? ছবি প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তাঁর হাসপাতালের ছবি। বড়সড় দুর্ঘটনার কবলে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ খ্যাত নায়িকা?
হ্যাঁ, খবর ঠিক এমনই। ছবিতে দেখা যাচ্ছে, চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। পিকলবল খেলার সময়ে চোট পান ভাগ্যশ্রী। তখনই গভীর ক্ষত তৈরি হয়েছে তাঁর কপালে। ক্ষত এতই গভীর যে ১৩টি সেলাই পড়েছে নায়িকার। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা। যা দেখে প্রায় চক্ষু চড়কগাছ অনুরাগীদের। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। কেউ কেউ সহানুভূতি দেখিয়েছেন, তো কেউ কেউ লিখেছেন, ‘দ্রুত সেরে উঠুন’।
১৯৮৯ সালে সলমন খানের বিপরীতে অভিনয় করে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি। তবে বিবাহের পর মেইনস্ট্রিম সিনেমাজগৎ থেকে প্রায় সরে গিয়েছিলেনই বলা চলে। এর পর বেশ কিছু নির্বাচিত ছবিতেই দেখা মিলেছিল জনপ্রিয় এই অভিনেত্রীর। মন দিয়ে সামলাচ্ছিলেন পরিবার ও সংসার। ২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন ভাগ্যশ্রীর। এছাড়া, ২০২২ সালে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতেও দেখা মিলেছিল ভাগ্যশ্রীর।