আমি আসছি… আইপিএলের সময়ই বক্স অফিস কাঁপাতে আসছেন ডেভিড ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক: গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এতদিন প্রিমিয়ার ক্রিকেটে তাঁকে দেখা যেত। এবার সিনেমার প্রিমিয়ারেই তাঁকে দেখা যাবে। তিনি ডেভিড ওয়ার্নার। চলতি মাসের শুরুতে ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান প্রযোজক রবি শংকর। এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। ওয়ার্নারের ছবি সহ ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি পেয়েছে।
যেখানে নায়কের মতোই হাজির হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’ ডেভিড ওয়ার্নার নিজেও সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’ এই সিনেমাতেই আছে নীতীন ও শ্রীলীলার মতো তারকা। ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি।

প্রায় আট বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরেই। আইপিএল খেলার সূত্রেই ভারতীয় সংস্কৃতির প্রেমে পড়ে যান ওয়ার্নার। দক্ষিণ ভারতের সিনেমার প্রতি অস্ট্রেলিয়ান এই ওপেনারের আকর্ষণের কথা কারও অজানা নয়। আল্লু অর্জুনের বড় ভক্ত তিনি। বিভিন্ন সময় আল্লু অর্জুনের সিনেমার গান ও সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন।
দক্ষিণী এই নায়কের সিনেমা পুষ্পা-২ এর কোনো ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। বিভিন্ন ভারতীয় ভাষার গানের সঙ্গে রিলও তৈরি করেন। এবার একেবারে সিনেমা। তবে আল্লু অর্জুনের কোনও সিনেমা নয়, অন্য এক তেলেগু সিনেমায় অভিনয়ে ডেবিউ করতে চলেছেন। জানা গেছে, ছোট একটি ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ভারতীয় সিনেমায় অভিনয় করা ওয়ার্নারই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। ২০১৬ সালে বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’ এ অভিনয় করেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।