পরপর বাদ যাওয়ার খবরের মধ্যেই সারপ্রাইজ দীপিকার, নতুন ছবিতে নায়ক অল্লু অর্জুন

0



সম্প্রতি মা হয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে চাইছেন না এই অভিনেত্রী। ফলে, ডিরেক্টরের সঙ্গে মিলছে না কিছুতেই। সন্দীপ রেড্ডি বঙ্গার আগামী সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। এমনকি গুঞ্জন ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েল থেকেও নাকি বাদ পড়ছেন এই অভিনেত্রী। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি কিংবা তাঁদের তরফে কেউই মুখ খোলেনি। জল্পনা বেড়েছিল, দীপিকার বিশাল পারিশ্রমিক নিয়েও।
তাঁকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন সারপ্রাইজই যেন দিলেন দীপিকা। একেবারে তাক লাগিয়ে দিয়ে অ্যাটলির সিনেমায় সই করার প্রমাণ দিলেন ভিডিও সমেত। ‘AA22XA6’ নামে ৬০০ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক অ্যাটলি। এই ছবিতে মুখ্য নায়ক হিসেবে থাকবেন অল্লু অর্জুন। যে সিনেমায় পুনর্জন্মের কাহিনি দেখা যাবে। একসময়ে শোনা গিয়েছিল, এই মেগাবাজেট সিনেমার জন্য সলমান খানের কাছে প্রস্তাব গেছে।

তবে পরে সেই প্রস্তাব যায় অল্লু অর্জুনের কাছে।‘পুষ্পা ২’ তারকা এরই মধ্যে সবুজ সঙ্কেত দিয়েছেন। অল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটির ব্যবসা দিয়েছিল। পুষ্পা অভিনেতা ও দীপিকার ভক্তদের জন্য এই ছবিটি বিশেষ হতে চলেছে তা বলাই যায়।ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতাদের সামনে বসিয়ে ছবির গল্প বুঝিয়ে দিচ্ছেন পরিচালক। যোদ্ধার ভূমিকায় দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। ভিডিওর শেষে দীপিকাকে অ্যাকশনও করতে দেখা যায়। বলিউড অভিনেত্রীকে ‘ক্যুইন’ সম্বোধন করে ভিডিও প্রকাশ্যে আনেন অ্যাটলি। দীপিকা ও পরিচালক অ্যাটলির সঙ্গে এরমধ্যেই একসঙ্গে কাজ করেছেন ‘জওয়ান’ ছবিতে। তবে সেই ছবিতে দীপিকার ভূমিকা ছিল ছোট।এখন ‘AA22XA6’ -তে অল্লু অর্জুনের সঙ্গে দীপিকার পাড়ুকোনের রসায়ন দেখার অপেক্ষা সিনেপ্রেমীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *